Entertainment & Discussions > Life Style
বর্ষায় আসবাবপত্রের যত্ন
(1/1)
shilpi1:
বর্ষা মানেই আর্দ্র আবহাওয়া। বাতাসে থাকে অতিরিক্ত জলীয়বাষ্প। এসময় আপনার দামি আসবাবপত্রের দিকে রাখতে হবে বিশেষ নজর। নয়তো ব্যাকটেরিয়া ক্ষতিসাধন করতে পারে আসবাবপত্রের সৌন্দর্য ও স্থায়িত্বে।
বর্ষায় আসবাবপত্রের যত্নে কিছু টিপস:
বর্ষায় আসবাবপত্রে প্রায়ই ফাংগাস পড়তে দেখা যায়। এতে বার্নিশ নষ্ট হয়ে যায়। আসবাব হয়ে যায় বিবর্ণ। এ সমস্যা থেকে মুক্ত থাকতে হলে বর্ষার শুরুতেই রেকটিফাইড স্প্রিট দিয়ে ফার্নিচার মুছে নিন। বাজারের যে কোনো হার্ডওয়ারের দোকানে রেকটিফাইড স্প্রিট কিনতে পাবেন।
একটা পরিষ্কার কাপড় স্প্রিটে ভিজিয়ে সব আসবাবপত্র ভালো করে একবার মুছে নিন। এতে পুরো বর্ষায় ফাংগাস থেকে মুক্ত থাকবে আপনার প্রিয় আর মূল্যবান আসবাবপত্র।
অনেক সময় কোনো কোনো পুরনো বাড়ির দেয়ালের একপাশ ড্যাম হয়ে যায়। এরকম ড্যাম দেয়ালের পাশ থেকে বর্ষায় আসবাবপত্র সরিয়ে রাখাটাই ভালো। নিতান্ত যদি রাখতে হয় তাহলে ওয়াটারপ্রুফ পলিশ দিয়ে নিন। সম্ভব না হলে ড্যাম দেয়ালের সাইডে আসবাবের পেছনের অংশ পাতলা পলিথিন দিয়ে ঢেকে দিন।
দামি আসবাবপত্রের নিচে একটা ছোট্ট টিন বা কাচের পাত্রে একটুকরো সালফার বা গন্ধক রেখে দিন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না।
বর্ষায় খেয়াল রাখতে হবে ছাদ চুঁয়ে বা ভেন্টিলেটার দিয়ে বৃষ্টির পানি আসে কিনা। যদি আসে তাহলে দ্রুত তা বন্ধের ব্যবস্থা নিন।
russellmitu:
THANKS....
Navigation
[0] Message Index
Go to full version