Health Tips > Fast Food

beef chap

(1/1)

bipasha:
বিফ Chap
তিনজনের জন্য পরিবেশন

উপকরণ: গরুর মাংস আধা কেজি, পেয়াজ বাটা দুই টেবিল চামচ,আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, অয়েস্টার সস ১ টেবিল-চামচ, পেঁপে বাটা (খোসাসহ) ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচ আধা চা-চামচ, টক দই ৩-৪ টেবিল-চামচ।

প্রণালি: মাংসটা পাতলা টুকরা করে নিয়ে হাতুড়ি দিয়ে একটু থেঁতলে নিন অথবা ছুড়ি দিয়ে চিড়ে চিরে দিন। মাংসের সঙ্গে ওপরের সব উপকরণ মেখে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। তারপর টুকরাগুলো আলাদা আলাদা করে ডুবোতেলে ভেজে তুলতে হবে। ম্যাশড পটেটো অথবা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন

tasnuva:
:)

Navigation

[0] Message Index

Go to full version