Faculty of Humanities and Social Science > Journalism & Mass Communication
ফেসবুকে হ্যাশট্যাগ
(1/1)
marjan.jmc:
উন্নত সারফেস কনভারসেশনের জন্য মাইক্রোব্লগ টুইটার’র পথে হাটছে অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীরা যেন ফেসবুকে ইতোমধ্যে বিদ্যমান বিষয়বস্তু সহজেই খুঁজে পান প্রথম ধাপে সংযুক্ত করা হয়েছে হ্যাশট্যাগ হচ্ছে।
তবে বর্তমানে ফেসবুকের অল্প সংখ্যক ব্যবহারকারী ইতোমধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারছেন। কয়েক সপ্তাহের ভেতর ফেসবুক দুনিয়ার সবাই এই সুবিধা ভোগ করতে পারবেন।তখন সহজেই হ্যাশট্যাগে ক্লিক করা যাবে এবং সার্চও করা যাবে । উদাহরণস্বরূপ: #NBAFinals অথবা #NSALeaks ক্লিকেবল হবে।
Navigation
[0] Message Index
Go to full version