Entertainment & Discussions > Life Style
রক্তদানে সতর্কতা
(1/1)
shilpi1:
এক ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে একজন মৃত্যুপথযাত্রীর জীবন। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ৪ মাসের বিরতিতে নিয়মিত রক্ত দিতে পারেন। রক্ত দেওয়া মহৎকাজ। তবে সে রক্ত দেওয়ার আগে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়ে আমাদের বিস্তারিত জানান ডাক্তার রহমত উল্লাহ(রেজিস্টার মেডিসিন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্স অ্যান্ড হসপিটাল্)।
তিনি বলেন, রক্ত দিতে চাইলে রক্তদাতাকে অবশ্যই নিচের তথ্যগুলো জানতে হবে:
বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে
রক্ত দেওয়ার মধ্যে ৪ মাস বিরতি থাকতে হবে
শারীরিক ওজন কমপক্ষে ৪৫ কেজি বা এর বেশি হতে হবে
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, পালস ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে
শ্বাস-প্রশ্বাসজনিত রোগ থেকে মুক্ত হতে হবে
চর্মরোগ মুক্ত থাকতে হবে, রক্তবাহিত রোগের বাহক হলে রক্ত নেওয়া যাবেনা।
এছাড়াও, হৃদরোগ, ক্যান্সার, রক্তক্ষরণজনিত সমস্যা, ডায়াবেটিস, হেপাটাইটিস-বি, এইডস, যক্ষা, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীরা অন্যদের রক্ত দিতে পারবেন না।
তবে কিছু রোগ আগে যেগুলোতে আক্রান্ত রোগীরা নির্দিষ্ট সময় পর রক্ত দিতে পারেন। যেমন, টাইফয়েডে আক্রান্ত রোগী-১২ মাস, ম্যালেরিয়ার রোগী-তিন মাস পর রক্ত দিতে পারবেন।
রক্ত দেওয়ার সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যেন জীবানুমুক্ত সুই ব্যবহার করা হয়। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং বেশি পরিমাণে স্বাভাবিক পানি এবং পানীয় খেতে হবে।
যে কোনো সময় রক্তের প্রয়োজন হতে পারে তাই আমাদের সবার রক্তের গ্রুপ জানা প্রয়োজন। দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করা যায়।
russellmitu:
THANKS
Farhana Israt Jahan:
Good information. we all should aware before donating blood..
Navigation
[0] Message Index
Go to full version