Success Consciousness > Success

Software Engineering Dept Team got 2nd position in Programming contest

(1/1)

mmrsinha:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাবিপ্রবি) দুই দিনের তথ্যপ্রযুক্তি উৎসব শেষ হয়েছে গত বৃহস্পতিবার। উৎসবের দুই দিনে ছিল সাইবার গেম প্রতিযোগিতা, আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শন মেলা, প্রকল্প প্রদর্শন ইত্যাদি। গেমিং প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দল অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাইপার দল, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এসডব্লিউবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম ৭১ দল। দুই দিনের উৎসবের প্রথম দিনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও মাবিপ্রবি ওএসএনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং সম্মেলন। এতে উপস্থিত ছিলেন বেসিসের বর্ষসেরা ফ্রিল্যান্সার এনায়েত হোসেন, শাওন ভূঁইয়া, ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ওডেস্কের বাংলাদেশ দূত মাহমুদ হাসান, ডেভসটিমের প্রধান পরিচালন কর্মকর্তা নাসির উদ্দিনসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক
http://www.prothom-alo.com/detail/date/2013-06-16/news/360681

Badshah Mamun:
Its our achievement. Congratulation to the team members.

jabedmorshed:
Congratulation :)

anirban:
We are really proud of our students.

Navigation

[0] Message Index

Go to full version