Religion & Belief (Alor Pothay) > Hadith
QuranerAlo.com
(1/1)
bipasha:
“আপনার জবানকে সংযত রাখুন। মানুষের কথা ছুরির চেয়েও গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, আর তার স্মৃতি ক্ষত এর চেয়েও দীর্ঘস্থায়ী হয়। একজন বুদ্ধিমান লোকের জবান থাকে তার হৃদয়ের পিছনে। অর্থাৎ , কথা বলার সময় সে ভেবে-চিন্তে বলে। আর মূর্খ লোকের জবান থাকে তার হৃদয়ের আগে। সে কোন চিন্তা-ভাবনা ছাড়াই আগে কথা বলে।” – হাসান আল-বসরি
Navigation
[0] Message Index
Go to full version