Religion & Belief (Alor Pothay) > Hadith
iblish
(1/1)
bipasha:
‘ইবলিশ’ শব্দটা এসেছে এরাবিক মূল শব্দ "আব্লাসা" [হতাশ হওয়া (to despair )] থেকে। তাই ইবলিশের মানে হলো, "যে হতাশার জন্ম দেয় "(he that causes despair)। তাই যখনি যে কোন কারনে মনে হতাশার ভাব আসবে বুঝতে হবে শয়তানের নেক নজর আমার উপর পড়েছে! ইবলিশ কিভাবে মানুষের পদস্খলন করে তা কোরানে বর্ণিত হয়েছে: "শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়।" [সুরা আল বাক্বারাহ ২:২৬৮] যখন একবার কেউ তার ফাঁদে পা দেয় তখন, "অতঃপর শয়তান তাদের কর্ম সমূহ শোভনীয় করে দেখিয়েছে।" [সূরা নাহল ১৬:৬৩]
Navigation
[0] Message Index
Go to full version