Religion & Belief (Alor Pothay) > Namaj/Salat

নামাজে কাতার সোজা করা এবং ফাঁক না রেখে দাঁড়ানো ।

(1/1)

yousuf miah:
জাবির বিন সামুরা [রা:] থেকে বর্ণিত । তিনি বলেন- রাসুলুল্লাহ [সা:] আমাদের কাছে এসে বলেলেন: ফেরেশতা মন্ডলী যেমন তাদের প্রভুর সামনে কাতারবদ্ধ হয় তোমরা কি তেমন কাতারবদ্ধ হবে না ? আমরা জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসুল ! ফেরেশতা মন্ডলী তাদের প্রভুর সামনে কিভাবে কাতারবদ্ধ হয় ? তিনি বললেন: তারা আগের কাতারগুলো পূর্ণ করে এবং মাঝখানে ফাঁক না রেখে মিলিতভাবে দাড়ায় । [মুসলিম-৪৩০]

najim:


তথ্যটি নিজ ওয়ালে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা দেখতে পারে ।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"ফেরেশতা মন্ডলী যেমন তাদের প্রভুর সামনে কাতারবদ্ধ
হয় তোমরা কি তেমন কাতারবদ্ধ হবে না ?
আমরা জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসুল!
ফেরেশতা মন্ডলী তাদের প্রভুর সামনে কিভাবে কাতারবদ্ধ
হয় ? তিনি বললেন: তারা আগের কাতারগুলো পূর্ণ
করে এবং মাঝখানে ফাঁক না রেখে মিলিতভাবে দাড়ায়।"
(সহীহুল মুসলিম - ৪৩০)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তোমাদের নামাযে কাতারগুলোকে মিলাও এবংপরস্পর
নিকটবর্তী হয়ে যাও, আর কাঁধের সাথেকাঁধ মিলাও।সেই
সত্তার কসম যাঁর হাতে আমার প্রণ, অবশ্য
আমি শয়তানকে কাতারের
মধ্যে এমনভাবে ঢুকতে দেখি যেমন ছোট ছাগল ঢোকে।"
(আবু দাউদ - ১০৯২)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা,
আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই।
আনাস (রাঃ) বলেন, আমরা প্রত্যেকই তার
পার্শ্ববর্তী ব্যাক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের
সাথে পা মিলাতাম।"
(সহীহুল বুখারী - ৬৮৯)

Munni:
Thanks for sharing with us. Very necessary information for all Muslims.

hassan:
It is very necessary while perform Salat. However, most of us don't follow this. Hope all of us will follow this hadith from now....

Navigation

[0] Message Index

Go to full version