Entertainment & Discussions > Fashion

পোশাকেই স্লিম!

(1/2) > >>

arifsheikh:
সব সময় নিজের ফিগার অনুযায়ী ফিটিং ড্রেস পরুন
তির্যক স্ট্রাইপের ড্রেস না পরে, লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক বেছে নিন
পোশাকে নানা রং ব্যবহার না করে একটি গাঢ় রঙ ব্যবহার করুন
প্রিন্সেস লাইন দেয়া পোশাক পরুন।
পোশাকে কালো রং-এর ব্যবহারে আপনাকে বেশ স্লিম দেখাবে
কামিজের ক্ষেত্রে বেশি কাজ করা কামিজ না পরে হালকা কাজের কামিজ পরুন
ছোট হাতার পোশাক না পরে একটু লম্বা হাতার ড্রেস পরুন
ভি গলার ড্রেস পুরন

ওপরের নিয়মগুলোর প্রতি লক্ষ্য রেখে পোশাক পরুন। এবার আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখুন তো? একটু অন্য রকম লাগছে না?

মনে রাখবেন,আমরা দেখতে যেমন, এটা পরিবর্তন করাটা হয়তো কিছুটা কষ্টসাধ্য। ফিগার নিয়ে হতাশ হওয়া বা মন খারাপ করা যাবে না। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। সঠিক মান সম্পন্ন খাদ্যাভাস এবং নিয়মিত শরীর চর্চার মাধ্যমে আমরা পেতে পারি স্বপ্নের ফিগার।

shilpi1:
thanks  for nice post

chhanda:
like the idea

taslima:
thanks  for nice idea




Taslima Akter
Asst. Accounts Officer

fatema nusrat chowdhury:
Informative sharing. Thank you :)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version