Science & Information Technology > Latest Technology
Drone Journalism
(1/1)
Badshah Mamun:
Drone Journalism (ড্রোন জার্নালিজম বা ড্রোন সাংবাদিকতা)
সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের নানা ঝুঁকি নিতে হয়। কিন্তু উন্নত প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের ঝুঁকি কমিয়ে সংবাদ সংগ্রহের উপায় বের করেছেন বার্তা সংস্থা রয়টার্সের ‘রয়টার্স ইনস্টিটিউট ফর স্টাডি অব জার্নালিজম’।
গবেষকেরা জানিয়েছেন, সংবাদ সংগ্রহের জন্য ড্রোন বা উড়ুক্কু রোবট ব্যবহার করতে পারে সংবাদ সংস্থাগুলো। চালকবিহীন ক্ষুদ্রাকার বিমানগুলো আড়াল থেকেই ঘটনার তথ্য সংগ্রহ করতে পারবে। এর নাম দেয়া হয়েছে ‘ড্রোন জার্নালিজম বা ড্রোন সাংবাদিকতা’।
গবেষকেরা জানিয়েছেন, আনম্যানড এরিয়াল ভেহিকলস বা ইউএভি নামের চালকবিহীন বিমানগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। এগুলোর আকার পরিবর্তন করাও সম্ভব। এ ছাড়াও এ ধরনের ক্ষুদ্রাকার উড়ুক্কু যান তৈরির খরচও ইদানীং বেশ কমে গেছে।
গবেষকেরা আশা করছেন, শিগগিরই হয়তো বিপদসংকুল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অডিও, ভিডিও ও ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করবে সংবাদ সংস্থাগুলো।
Source: http://prothom-alo.com/detail/date/2013-06-20/news/361886
Navigation
[0] Message Index
Go to full version