Religion & Belief (Alor Pothay) > Useful Videos on Islamic Topics
Tree Plantation in Islam
(1/1)
yousuf miah:
হে মানবসমাজ, গাছপালা আল্লাহতায়ালার একটি বিশেষ দান এবং তাঁর প্রদত্ত নিয়ামতসমূহের মধ্যে অন্যতম নিয়ামত। আর গাছপালার ছায়া, ফল, শান্তির উৎস, যা ধুলাবালি প্রতিরোধক, চোখ জুড়ানো এবং দর্শকদের কাছে আনন্দদায়ক। হে মুসলমান সমাজ, আল্লাহতায়ালা আরও বলেছেন, আল্লাহই শস্যবীজ মাটিতে অঙ্কুরিত করেন, তিনি সেই সত্তা, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এর দ্বারা সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করে। অতঃপর তা থেকে সবুজ শস্য নির্গত করেন, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করেন এবং খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত কাঁদি নির্গত করেন, আঙ্গুরের বাগান সৃষ্টি করেন। জয়তুন, আনার যা পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। তোমরা বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য কর যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্বতার প্রতি লক্ষ্য কর। নিশ্চয়ই এগুলোতে ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে। হে মুমিনগণ! আমরা আল্লাহর নিয়ামত গণনা করলে তা শেষ করতে পারব না। আর আল্লাহতায়ালা মানবজাতি ও মাখলুকাতের পানি পানের ব্যবহার নিমিত্তে ও বিভিন্ন ধরনের কৃষি ও ফল-ফলারি উৎপন্ন করার ও জমিনকে কৃষিযোগ্য করার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহতায়ালা বলেন, এ পানি থেকে তোমরা পান কর এবং এ থেকেই উদ্ভিদ জন্মায়, যাতে তোমরা পশুচারণ কর। এ পানি দিয়ে তোমাদের জন্য ফসল, জয়তুন, খেজুর, আঙ্গুর ও সব ধরনের ফল উৎপাদন করেন। আর এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহতায়ালা আরও বলেছেন, তারা কি লক্ষ্য করে না যে, আমি উর্বর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি, যা থেকে ভক্ষণ করে তাদের পশুপাল এবং তারা নিজেরাও। তারা কি তবুও লক্ষ্য করে না? হে মানবসমাজ, আপনারা গাছপালার উপকারিতা সম্পর্কে সচেতন থাকবেন। বিশ্বের প্রায় সর্বত্র গাছ তথা কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আল্লাহতায়ালা বলেন, আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিয়েছেন, পর্বত গাত্রে, বৃক্ষ এবং উঁচু ছাদে গৃহনির্মাণ কর। এভাবে আমরা গাছ, ফল-ফলাদি, ওষুধপত্র এবং আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পণ্যসমূহ পেয়ে থাকি। আল্লাহ আমাদের বেশি বেশি করে গাছ লাগানোর তৌফিক দান করুক।
Md.Yousuf Miah
Accounts Officer
Daffodil International University
Navigation
[0] Message Index
Go to full version