Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

Day of Resurrection, Allah will shelter those

(1/1)

yousuf miah:
কেয়ামতের দিন সাত ধরনের ব্যক্তি আল্লাহর ছায়াতলে আশ্রয় পাবেন। 

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু (রা.) থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা.) বলেন, ‌Ôসাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়াই অবশিষ্ট থাকবে না।’

তারা হলেন-

১) ন্যায়পরায়ণ শাসক।

(২) যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে।

(৩) যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে।

 (৪) এমন দু’জন লোক যারা আল্লাহর জন্য পরস্পরের প্রতি ভালবাসা স্থাপন করেছে, একই কারণে পরস্পর এক সঙ্গে থাকে এবং বিচ্ছিন্ন হয়।
 
(৫) এমন ব্যক্তি যাকে কোনো ধনী পরিবারের সুন্দরী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে, কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে আমি আল্লাহকে ভয় করি।
 
(৬) এমন ব্যক্তি যে এত গোপনে দান-সদকা করেছে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি।
 
 এবং (৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার দু’চোখ বেয়ে পানি পড়েছে।
 
(বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১)

তাই, আসুন আমরাও চেষ্টা করি সেই সৌভাগ্যবান সাত ধরনের ব্যক্তিদের অন্তর্ভূক্ত হতে।




Md.Yousuf Miah
Accounts Officer
Daffodil International University

russellmitu:
May Allâh reward you goodness

ABM Nazmul Islam:
may Allah grant us power to make us do such good ones

Navigation

[0] Message Index

Go to full version