Health Tips > Cancer
Website for cancer treatment
(1/1)
Munni:
বিশ্বে স্তন ক্যান্সার আজ ভয়াবহ রূপ ধারণ করছে। আর এই রোগের মূল কারণই হচ্ছে অবহেলা আর অসচেতনতা। তাই স্তন ক্যান্সার ও এর চিকিৎসার তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার সেন্টারের উদ্যোগে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
স্তন ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে, স্তন ক্যান্সার কি? এর লক্ষণ, ঝুঁকি, পরীক্ষা ও রোগ নির্ণয়, চিকিৎসা এবং ওষুধসহ নানা বিষয়ের পরামর্শ দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই ওয়েবসাইট তৈরি করেছে আমাদের গ্রাম কমিউনিকেশনস। বাংলা ভাষার এই ওয়েবসাইট মোবাইল ফোন বা ট্যাবের মত যে কোনো ডিভাইসে দেখা যাবে।
সাইটের ঠিকানা: www.agbreastcare.org/banglainfo
আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম বাংলানিউজকে বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীদের স্তন ক্যান্সার সম্পর্কে জানাতে আমরা এই ওয়েবসাইট চালু করেছি। এর মাধ্যমে যে কেউ স্তন ক্যান্সার সম্পর্কে সম্মক ধারণা পাবেন। চাইলে আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার সেন্টারের যে কোনো শাখা থেকে স্তনের চিকিৎসা সেবাও নিতে পারবেন।’
Source: http://www.banglanews24.com
Navigation
[0] Message Index
Go to full version