Ink under eye (চোখের নিচে কালি)

Author Topic: Ink under eye (চোখের নিচে কালি)  (Read 1150 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile
Ink under eye (চোখের নিচে কালি)
« on: July 18, 2013, 09:24:47 AM »
চোখের নিচে কালি পড়ার খুব প্রচলিত একটি কারণ হলো কোন কারণে খুব বেশি চাপে থাকা।কেউ যদি দিনে কমপক্ষে আট ঘণ্টা না ঘুমায়, তাহলে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকে।শরীর থেকে অনেক বেশি মাত্রায় পানি বেরিয়ে গেলে ত্বক শুষ্ক এবং শরীর দূর্বলহয়ে যায়। এর ফলে চোখের নিচেকালি পড়ে।

সমাধান
আসুন জেনে নেই কীভাবে প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করা যায়।

*কয়েক টুকরা শসা এবং আলু নিন। ঠাণ্ডা পানিতে এগুলো এমনভাবে পেস্ট করে নিন যাতেএকটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং চোখের নিচে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এতে আপনার চোখের নিচের কালোদাগ কমে যাবে।

*চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য নিয়মিত দুধে তুলা ভিজিয়ে তা চোখের চারপাশ ম্যাসাজ করম্নন।

* ব্যাবহৃত টি-ব্যাগ চোখের পাতার ওপর রাখতে পারেন ১০ মিনিট

*ডার্ক সার্কেল কমাতে টমেটো পেস্ট করে তার মধ্যে এক চিমটি হলুদগুঁড়া ও সামান্য লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন

collected: From FB

« Last Edit: July 18, 2013, 07:35:27 PM by Badshah Mamun »