Primary information of Internet

Author Topic: Primary information of Internet  (Read 1536 times)

Offline sarmin sultana

  • Jr. Member
  • **
  • Posts: 80
    • View Profile
Primary information of Internet
« on: July 18, 2013, 10:44:59 AM »
• ফেসবুকের জনক—মার্ক জুকারবার্গ।
• ইউটিউব হলো ভিডিও শেয়ারিং সাইট।
• বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস—১০ ফেব্রুয়ারি।
• ইন্টারনেটের জন্ম—১৯৬৯ সালে।
• গ্লোবাল ভিলেজ ধারনার জন্ম দেন—মার্শাল ম্যাকলুহান।
• ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেক গুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি।
• যুক্তরাষ্ট্রে ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম ইন্টারনেট পরিচালনার কাজে হাত দেয় আইসিএএনএন।
• মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ইন্টারনেটের গোড়াপত্তন ঘটে।
• ইন্টারনেট মুক্ত চর্চাকে বহাল রাখা হয়েছে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত।
• ইন্টারনেটের জনক—ভিন্টন গ্রে কার্ফ ।
• ইন্টারনেট শব্দটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক শব্দ থেকে গৃহীত।
• বহুল প্রচলিত ইন্টারনেট ব্রাউজার হলো—অপেরা,মজিলা ফায়ারফক্স,ইন্টারনেট এক্সপ্লোরার,রকমেল্ট,গুগলক্রোম প্রভৃতি।
• সার্ভার বিভিণ্ন প্রকার..ওয়েভসার্ভার,এনএনপিটি সার্ভার,ডাটাবেজ সার্ভার,এফটিপি সার্ভার।
• ডাটাবেজ সার্ভারের মাধ্যমে অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।
• বিভিন্ন ডাটাবেজ সফটওয়্যার..মাইএসকিউএল,এমএসএসকিউএল,ওরাকল,আইবিএম ইত্যাদি।
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভান্ডার।
• ১৯৮৯ সালে পদার্থবিদ টিম বার্নাস লির ধারণা থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গড়ে ওঠে।
• ওয়েব হচ্ছে একটি পদ্ধতি যা সাধারণত কোন কিছু প্রকাশনার কাজে ব্যবহৃত হয়।
• ওয়েব পেজ বা সাইট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি ডকুমেন্টেশন।
• ওয়েব পেজ বা সাইট গুলোতে সাধারণত এইচটিএমএল,জাভা বা সিএসএস ইত্যাদি বেসিক ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
• ওয়েব ব্রাউজার কম্পিউটারের একটি প্র্রোগ্রাম যার মাধ্যমে ইন্টারনেটের কোন পেজ ব্রাউজ করা যায়।
• একটি ওয়েব ব্রাউজারকে শুধু মাত্র ব্রাউজারও বলা হয়।
• সকল প্রকার সার্ভারে এইচটিটিপ প্রোটোকল ব্যবহার করা হয়।
• অ্যাডরেস বার ওয়েব পেজের ওপরে থাকা একটি টেক্সট লেখার যায়গা যেখানে বর্তমান ওয়েব পেজের ইউআরএল প্রদর্শিত হয়।
• বিশ্বে আপার নেট নেটওয়ার্কের মাধ্যমে প্রথম ইমেইল পাঠানো হয়।
• ইমেইলের জনক—রে টমলিনসন।
• এনএনটিপি প্রোটোকল ব্যবহৃত হয় বিশ্ব ব্যাপী ছড়িয়ে থাকা বুলেটিন বোর্ড ম্যাসেজ আদান প্রদানের জন্য।
• স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগ থাকাকে ইন্টারকম বলে।
• ডমেইন নেম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের নাম—ইন্টারনেট করপোরেশান ফর এসাইংড নেম এন্ড নাম্বারস (আইসিএএনএন)।
• আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়।
• ইমেইল হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বার্তা পাঠানোর একটি বিশেষ পদ্ধতি।
• ইমেইল এর পূর্ণ রুপ—ইলেক্ট্রনিক মেইল।
• আইসিএএনএন এর প্রতিষ্ঠা ১৮ সেপ্টেম্বর ১৯৯৮।
• ডমেইন নাম এবং তার পুরো নাম মিলে যে সম্পূর্ণ ঠিকানা হয় তাই হচ্ছে ইউআরএল।
• একই নেটওয়ার্কে অবস্থিত কম্পিউটার গুলোর মাঝে ফাইল আদান প্রদান এফটিপি।
• ইমেইল পাঠ ও প্রেরণের জন্য ব্যহৃত হয় ইমেইল ক্লায়েন্ট।
• আইসিএএনএন এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া।
• ইন্টারনেট জগতে প্রথম ডমেইন নাম ডটকম রেজিষ্ট্রেশান করা হয় ১৫ মার্চ ১৯৮৫।
• সার্চ ইঞ্জিনের জনক—এলান এমটাজ।
• জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলো হলো—গুগল,ইয়াহু,বিং,আস্ক ডটকম,ইয়োদো,ব্লেকো,ইয়ানডেক্স,গুজি,বাইডু,ইনফো ডটকম,গুড চার্চ প্রভৃতি।
• সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় বিষয় খুজে পাওয়া যায়।
• গুগলের জনক—ল্যারি পেইজ ও সার্জিও ব্রিন।
• ব্লগিং এর জনক—ইভান উইলিয়ামস।
• মুক্ত সফটওয়্যারের জনক—রিচার্ড ম্যাথিউ ষ্টলম্যান।
• ইয়াহু! এর জনক—ডেভিড ফিলো এবং জেরি ইয়াং।
• টুইটারের জনক—জ্যাক ডোরসে,নোয়া গ্লাস,ইভান উইলিয়ামস ও বিজ স্টোন।
• জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট—ফেসবুক,টুইটার,ডায়াসপোরা,মাইস্পেস,অরকূট ইত্যাদি।
• ইউটিউবের জনক—জাভেদ করিম(বাংলাদেশ),চ্যাড হারলি ওবং স্টিভ চ্যান।
• ২০০৫ সালে প্রথম মুক্ত ওয়েবসাইট হিসেবে ইউটিউবের যাত্রা শুরু হয়।
• ইউটিউবের স্লোগান—ব্রডকাষ্ট ইয়োরসেলফ।
• WAV এর পূর্ণরুপ–Waveform Audio file Formet.
• আইআরসি কে রিয়েল টাইম ইমেইল বলা হয়।
• আইএসপি এর পূর্ণরুপ—ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
• এনএনটিপি এর পূর্ণরুপ—নেটওয়ার্ক নিউজ ট্রান্সফার প্রোটোকল।
• ল্যান,ম্যান,ওয়ান –তিনপ্রকারের কম্পিউটার নেটওয়ার্কিং।
• ল্যান এর পূর্ণরুপ—লোকাল এরিয়া নেটওয়ার্ক।
• ম্যান এর পূর্ণরুপ—মেটরোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
• ওয়ান এর পূর্ণরুপ—ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
• এফটিপির পূর্ণরুপ—ফাইল ট্রান্সফার প্রোটোকল।
• ইউআরএল এর পূর্ণরুপ—ইউনিভার্সাল রিসোর্স লোকেটর।
• এইচটিএমএল এর পূর্ণরুপ—হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
• এইচটিটিপি এর পূর্ণরুপ—হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
• এক্সটিএমএল এর পূর্ণরুপ—এক্সটেনশান মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
• আইআরসি এর পূর্ণরুপ—ইন্টারনেট রিলাই চ্যাট।
• যে ব্যাক্তি হ্যাকিং প্র্যাকটিস করে তাকে বলে—হ্যাকার।
• 408 রিকোয়েস্ট টাইম আউট দিয়ে বোঝানো হয়-অনুরোধ করে সার্ভারে সাড়া পাওয়ার সময়।
• সাবমেরিন কেবল হলো এক ধরনের কেবল বা তার। যার মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি বাহিত হয়।
• 400 ব্যাড রিকোয়েস্ট দিয়ে বোঝানো হয় অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি।
• 413 রিকোয়েস্ট এন্ট্রি ঠু লার্জ দিয়ে বোঝানো হয়,ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ অনুরোধ সাভারে পাঠানো হয়েছে।
• 404 not found দিয়ে বোঝানো হয়,বর্তমানে পাওয়া যাচ্ছেনা,তবে পরে পাওয়া যেতে পারে।
• হ্যাকিং হলো কারো কম্পিউটারের দুর্বলতার সুযোগ নিয়ে তার গোপন কিছু ব্যাবহার করা।
• 410 gone দ্বারা বোঝানো হয় বর্তমানে পাওয়া যায়নি পরেও পাওয়া যাবেনা।
• হ্যাকারদের মধ্যে উচ্চ সম্মানে আসীন হ্যাকারদের বলা হয় এলিট হ্যাকার।
• একটি আধুনিক সাবমেরিন কেবলে সাধারণত আট স্তরের তার থাকে।
• 204 No Content দিয়ে বোঝানো হয় সাভারে কোন উপাদান(কন্টেন্ট) পাওয়া যায়নি।
• 203 Non-Authoritative Information (since HTTP/1.1) দিয়ে বোঝানো হয় সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোন সুত্র থেকে আসছে।
• 403 Forbidden দিয়ে বোঝানো হয় সার্ভার অনুরোধ গ্রহণ করেনি।
• 502 Bad Gateway দিয়ে বোঝানো হয় নির্দিষ্ট ঐ সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসাবে চলছিল।


(Collected)


Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program

Offline jabedmorshed

  • Full Member
  • ***
  • Posts: 137
  • Test
    • View Profile
Re: Primary information of Internet
« Reply #1 on: August 04, 2013, 06:10:07 PM »
good information. 404- Page not found
Jabed Morshed
Lecturer,
Department of Computer Science and Engineering