Religion & Belief (Alor Pothay) > Ramadan and Fasting
যে সকল কাজে রোযা মাকরূহ হয়
(1/1)
A.S. Rafi:
১. বিনা প্রয়োজনে কোন কিছু চিবালে।
২. তরকারীর স্বাদ চেখে ফেলে দেয়া।
তবে স্বামী বদমেজাজী হলে বা গৃহকর্তার ভয়ে জিহবার অগ্রভাগ দিয়ে করলে মাকরূহ হবে না।
৩. কোন ধরণের কয়লা, গুল বা পেষ্ট ব্যবহার করলে মাকরূহ হবে।
আর এর সামান্য কিছু অংশও মুখের ভিতরে গেলে রোযা ভেঙ্গে যাবে।
৪. গোসল ফরজ অবস্থায় সারাদির অতিবাহিত করলে।
৫. কোন রোগীর জন্য নিজের রক্ত দিলে।
৬. মিথ্যা বললে, গীবত করলে, চোগলখুরী করলে বা অনর্থক কথাবার্তা বললে।
৭. ঝগড়া ফ্যাসাদ বা গালি-গালাজ করলে।
৮. ক্ষুধা বা পিপাসার কারণে অস্থরতা প্রকাশ করলে।
৯. মুখে অধিক পরিমাণ থুথু একত্র করে গিলে ফেললে।
১০. দাতে ছোলা বুটের থেকে ছোট কোন বস্তু আটকে থাকলে তা বের না করে,
মুখের ভিতর থাকা অবস্থায় গিলে ফেললে।
১১. উপায় থাকা সত্তেও শিশুর মুখে কোন কিছু চিবিয়ে দিলে।
১২. ঠোটে লিপস্টিক লাগালে তা মুখের ভিতর চলে যাওয়ার আশংকা হলে তা মাকরূহ হবে।
১৩. পায়খানার রাস্তায় শৌচকাজে অতিরিক্ত পানি ব্যবহারে তাতে ভিতরে যাওয়ার সন্দেহ হলে মাকরূহ হবে। এ ক্ষেত্রে রোযা অবস্থায় পানি দ্বারা ধৌত করার পর কোন কাপড়দ্বারা মুছে ফেলাটা উত্তম।
(collected)
fatema_diu:
Good job
A.S. Rafi:
Thank you.
Navigation
[0] Message Index
Go to full version