বাংলাদেশের কোন জেলা শহরের পুরাতন নাম কি

Author Topic: বাংলাদেশের কোন জেলা শহরের পুরাতন নাম কি  (Read 5166 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
আমদের দেশর প্রত্যেকটি জেলা শহরের রয়েছে আলাদা আলাদা ঐতিহ্য। আর প্রত্যেকটি শহরের রয়েছে নিজস্ব ইতিহাস। দেশের বিখ্যাত শহরগুলোর মধ্যে বেশিরভাগ শহরেরই রয়েছে পুরাতন নাম। তাই কয়েকটি শহরের পুরাতন নাম তুলে ধরা হলো।

১। চট্টগ্রাম- ইসলামাবাদ।
২। খুলনা- জাহানাবাদ।
৩। সিলেট- জালালাবাদ।
৪। যশোর- খিলাফাতাবাদ।
৫। বাগেরহাট- খলিফাবাদ।
৬। ময়মনসিংহ- নাসিরাবাদ।
৭। ফরিদপুর- ফাতেহাবাদ।
৮। বরিশাল- ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ।
৯। কুমিল্লা- ত্রিপুরা।
১০। কুষ্টিয়া- নদীয়া।
১১। ফেনী- শমসের নগর।
১২। জামালপুর- সিংহজানী।
১৩। দিনাজপুর-গন্ডোয়ানাল্যান্ড।
১৪। ভোলা- শাহবাজপুর।
১৫। মুন্সিগঞ্জ- বিক্রমপুর।
১৬। গাইবান্ধা- ভবানীগঞ্জ।
১৭। রাজবাড়ী- গোয়ালান্দ।
১৮। কক্সবাজার- ফালকিং।
১৯। মহাস্থানগড়- পুন্ড্রবর্ধৃন।
২০। ময়নামতি- রোহিতগিরি।
২১। সোনারগাঁও- সুবর্ণৃগ্রাম।
২২। ময়নামতি- রোহিতগিরি।
২৩। লালবাগ- তেহাবাগ।
২৪। নোয়াখালি- সুধারামপুর।
২৪। ময়মনসিংহ- নাসিরাবাদ।
২৫। মেহেরপুর- মুজিবনগর/ বৈদ্যনাথতলা।
২৬। আসাদ গেট- আইয়ুব গেট।
২৭। সাতক্ষীরা- সাতঘরিয়া।
২৮। শেরে বাংলা নগর- আইয়ুব নগর।
২৯। রাঙামাটি- হরিকেল।
৩০। সেন্টমার্টিন- নারিকেল জিঞ্জিরা।
৩১। নিঝুম দ্বীপ- বাউলার চর।

এছাড়া নদীর নামও পুরাতন ছিল। যেমন-
১। পদ্মা- কীর্তিনাশা।
২। যমুনা- জোনাই নদী।
৩। ব্রহ্মপুত্র- লৌহিত্য।
৪। বুড়িগঙ্গা- দোলাই নদী/খাল
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University

Offline cmtanvir

  • Jr. Member
  • **
  • Posts: 75
    • View Profile
Thanks for informative post
Tanvir Ahmed
Administrative Officer
Daffodil International University

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
অনেক কিছু নতুন করে জানা হোল............ :)
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University

Offline rakib_hasan

  • Newbie
  • *
  • Posts: 31
  • Test
    • View Profile
প্রথম ৭ টি নাম এর শেষে "বাদ"। কি অদ্ভূত। অনেক মজার পোস্ট দিয়েছেন। ধন্যবাদ।  :) :) :)
Md. Rakib Hasan
Assistant IT Officer
Daffodil International University (Uttara Campus)