IT Help Desk > Online Money Earning
ইমেইল মার্কেটিং
(1/1)
BRE SALAM SONY:
ইমেইল মার্কেটিংয়ের প্রয়োজনে বাংলাদেশী Email Address এবং SMTP Server প্রয়োজন
আউটসোর্সিং এবং ইমেইল মার্কেটিং বিষয়ে এখানে অনেক লেখালেখি হয়। অনেকে বিভিন্ন টিউটোরিয়াল প্রকাশ করে যাচ্ছেন। সবাই শুধু শেখাচ্ছে কিন্তু বাস্তবে কেউ সঠিকভাবে কাজ করতে পারছে কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। পন্ডিতেরা চোখ কুঁচকাবেন না। কারণ আমি সঠিক কথাই বলছি।
ইমেইল মার্কেটিংয়ের কাজে যে দুটো জিনিষ সবার আগে প্রয়োজন অর্থাং প্রচুর পরিমানে ইমেইল এ্যাড্রেস এবং এই ইমেইলসমূহ ডেলিভারী দেয়ার জন্য SMTP Server. এগুলো কোথায় এবং কিভাবে পাওয়া যাবে এর কোনও দিক নির্দেশনামূলক পোষ্ট অন্তত আমার নজরে পড়েনি। তাই যারা ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী তারা অনেকেই ধোঁয়াসার মধ্যে রয়েছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী লোক ইমেইল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ অফার করছে। এবং ধোঁয়াসাগ্রস্থ লোকজন সেখানে গিয়ে হাজির হচ্ছে এবং পয়সা নষ্ট করে বোকা বনে যাচ্ছে। এটা খুবই দু:খজনক।
আমি ইমেইল মার্কেটিং নিয়ে কিছু পড়াশোনা করেছি (অবশ্যই বিদেশী ওয়েব সাইট সমূহে) এবং আমার কাছে মনে হয়েছে ইমেইল টেমপ্লেট ডিজাইন করা খুব একটা সমস্যা না এবং টেমপ্লেট ডিজাইনের অনেক রিসোর্স ওয়েব সাইটে পাওয়া যায়। সমস্যা হচ্ছে Email Address এর ডাটাবেজ সংগ্রহ করা এবং ইমেইল সমূহ পাঠানোর জন্য একটি SMTP Server. কারণ নিজস্ব সার্ভার ছাড়া আপনি দিনে ৫০০ টির বেশী মেইল পাঠাতে পারবেন না। তাই আমার পরামর্শ হচ্ছে কেউ যদি ইমেইল মার্কেটিংয়ে কাজ করতে চান সবার আগে এই দুটি জিনিষ নিশ্চত করুন। তারপর কজে নামুন।
অহেতুক কোনও প্রতারকের প্রস্তাবে কোথাও প্রশিক্ষণ নেয়ার প্রয়োজন নেই।
শেষ কথা হচ্ছে যদি কেউ বাংলাদেশী ইমে্ইল address বিক্রি করতে চান আমাকে জানাতে পারেন। আমি কিনতে আগ্রহী / প্রশিক্ষণ নতে আগ্রহী। আমি SMTP Server ভাড়া নেওয়ার জন্যও আগ্রহী। এব্যাপারে কারও কাছে কোনও তথ্য থাকলে দয়া করে জানালে কৃতার্থ হবো। আমার ইমেই এড্রেস হচ্ছে hajjnewsbd@gmail.com or call 01677772929
Navigation
[0] Message Index
Go to full version