Health Tips > Skin
রুক্ষ চুলকে স্বাভাবিক করতে
(1/1)
chhanda:
যা লাগবে:
• এক চামচ নারকেল তেল
• এক চামচ ক্যাস্টর অয়েল
• এক চামচ গ্লিসারিন
• এক চামচ ভিনেগার
• এক চামচ শ্যাম্পু
• একটি পাকা কলা
• এক চামচ মধু
- উপরোক্ত উপাদানগুলো ভালকরে মিশিয়ে নিন। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন।
- এরপর উক্ত মিশ্রণটি চুলে লাগিয়ে এক ঘন্টা রাখুন।
- এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।
সপ্তাহে একবার করে এটি ব্যবহার করলে দেখবেন চুলের রুক্ষতা দূর হয়ে চুল স্বাভাবিক হয়ে এসেছে।
nadimhaider:
thank u
taslima:
nice post
Nusrat Nargis:
Thanks.
Navigation
[0] Message Index
Go to full version