Health Tips > Skin
Pack for Oily skin
(1/1)
chhanda:
বর্তমান আবহাওয়ায় গরমের কারণে তৈলাক্ত ত্বকে নানা ধরণের সমস্যা সৃষ্টি হয়। গরমে ঘেমে তৈলাক্ত ত্বক একদম মলিন হয়ে পড়ে।
তৈলাক্ত ত্বকের উজ্জলতা বাড়াতে নিচের জিনিস গুলো জোগাড় করে প্যাক বানিয়ে নিয়ে ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন।
১। ২ টেবিল চামচ লেবুর রস
২। ১ টেবিল চামচ গ্লিসারিন
৩। ৩ টেবিল চামচ গোলাপ জল
-এবার এই উপাদান গুলো একটি পরিষ্কার পাত্রে নিয়ে একসাথে মিশিয়ে নিন। এটা বেশ ঘন একটা প্যাক তৈরি হবে।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার ত্বকের রঙ উজ্জল করার একটি অনন্য ঘরোয়া প্যাক।
মুখে ভালভাবে লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে প্যাকটি আপনার ত্বক হতে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ছয়বার করে চার সপ্তাহ ব্যবহার করুন।
এভাবে প্যাকটি ব্যবহারে আপনি আপনার তৈলাক্ত ত্বকের উজ্জলতা ফিরে পাবেন।
Navigation
[0] Message Index
Go to full version