Health Tips > Skin
Tips to reduce Sun tan
(1/1)
chhanda:
ত্বকের কালচে ভাব দূর করতে
অনেক সময় দেখা যায় আমাদের ত্বক অপেক্ষাকৃত উজ্জ্বল হলেও ত্বকের বিভিন্ন অংশ যেমন হাত, পা, হাঁটু, কনুই কালো হয়ে গিয়েছে। এর কারণ আমরা ত্বকের মূল অংশগুলোর যেরকম যত্ন নিই অন্যান্য অংশগুলো বাদ পরে যায়। যাই হোক দুশ্চিন্তার কোন কারণ নেই, যাদের ত্বকের বিভিন্ন অংশ যত্নের অভাবে কালচে হয়ে গেছে তারা খুব সহজেই নিচের প্যাকটি তৈরী করে ব্যবহার করতে পারেন।
এর জন্য যা লাগবে।
দুই চামচ পাকা পেঁপের শাঁস
এক চা চামচ তরমুজের রস
এক চা চামচ লেবুর রস
আধখানা ডিমের সাদা অংশ
এক চা চামচ মধু
-উক্ত উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নিন।
-যেখানে প্রয়োজন ঐ মিশ্রণটি লাগান।
-আধাঘন্টা ছায়ায় বসে থেকে শুকাতে দিন।
-তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে তিনদিন হিসাবে টানা দুইমাস ব্যবহার করলে কালো অংশগুলো শরীরের অন্যান্য অংশের মতো উজ্জ্বল হয়ে যাবে। তবে এর পরও রেগুলার ব্যবহার করলে উপকার পাবেন। মিশ্রণটি তৈরী করেই সাথে সাথে ব্যবহার করে ফেলতে হবে, ফ্রিজে রেখে দেয়া যাবেনা।
Navigation
[0] Message Index
Go to full version