বাংলায় হাদিস প্রতিদিন

Author Topic: বাংলায় হাদিস প্রতিদিন  (Read 1320 times)

Offline bipasha

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 504
    • View Profile
বাংলায় হাদিস প্রতিদিন
« on: August 03, 2013, 10:36:20 AM »
''যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব যেমন গাভীর বাট থেকে দুধ বের হওয়ার পর পুনরায় ভিতরে ঢুকানো অসম্ভব। ''

[তিরমিযী, মিশকাত হা/৩৮২৮]

''যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে রাতে ইবাদত করে আর যে রাতে ইবাদত করে সে তার গন্তব্য স্থানে পৌঁছে যায়। মনে রেখ নিশ্চয়ই আল্লাহর সম্পদ দামী। মনে রেখ নিশ্চয়ই আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত।''

[তিরমিযী, আত-তারগীব হা/৪৭৮৭]