Faculty of Science and Information Technology > Science and Information
ঝুঁকির মুখে ব্যাংকের এটিএম সেবা
(1/1)
jabedmorshed:
গত কয়েক মাসে এটিএম কার্ড জালিয়াতি আমাদের দেশে বেশ আকার ধারন করেছে ।
সেইজন্য, প্রতিরোধমূলক সুরক্ষা এবং এটিএম জালিয়াতি ঝুঁকির বীমা গ্রহণ করাটাই মনে হয় সঠিক পদক্ষেপ।
সতর্কতা:
সেইজন্য, প্রতিরোধমূলক সুরক্ষা এবং এটিএম জালিয়াতি ঝুঁকির বীমা গ্রহণ করাটাই মনে হয় সঠিক পদক্ষেপ।
সতর্কতা:
সেইজন্য, প্রতিরোধমূলক সুরক্ষা এবং এটিএম জালিয়াতি ঝুঁকির বীমা গ্রহণ করাটাই মনে হয় সঠিক পদক্ষেপ।
সতর্কতা:
* আপনার ব্যাঙ্ক লেনদেনের সঙ্গে মোবাইল ফোন নম্বর এবং ই-মেল কে যুক্ত করে রাখুন, যাতে সময় মত এসএমএস ও ই-মেল সতর্কবার্তা পেতে পারেন।
* আপনার আর্থিক সংস্থা বা ব্যাঙ্ক কখনোই অনলাইনে আপনার ব্যাঙ্ক এর বিষয়ে তথ্য জানতে চেয়ে আপনাকে ই-মেল পাঠাবে না।
* নিয়মিত আপনার ক্রেডিট কার্ড ও ব্যাঙ্ক এ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করুন এবং আপনার লেনদেনগুলির হিসাব রাখুন।
* আপনার পরিচিতির বিষয়গুলি, যেমন ঠিকানার পরিবর্তন যথাযথ রাখুন, যাতে চেক বই, বিবরণী, ডেবিট/ক্রেডিট কার্ড সঠিক ঠিকানায় পান।
* ফিশিং আক্রমণ ঠেকানোর জন্য আপনার ব্রাউজারটিকে ফিশিং রোধী হতে হবে এবং আপনি কখনোই লেনদেন বা উন্নীতকরণের জন্য ই-মেল এর কোনো সূত্রে ক্লিক করবেন না।
* এমন একটি পাসওয়ার্ড নির্বাচন করুন যা শক্ত অথচ আপনি সহজে মনে রাখতে পারবেন। এটিকে নিয়মিত পরিবর্তন করুন।
* ভিশিং হল ফিশিং এর-ই একটি প্রকারভেদ, যা ই-মেল পাঠিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে গুরুত্বপূর্ণ তথ্যাদি নেওয়ার চেষ্টা না করে, সরাসরি অথবা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফোন করে ব্যাঙ্ক বা ক্রেডিট ইউনিয়নের গ্রাহকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করে নেয়।
nawshin farzana:
good one
Navigation
[0] Message Index
Go to full version