♦তেজপাতার যতগুণ♦

Author Topic: ♦তেজপাতার যতগুণ♦  (Read 1117 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile
♦তেজপাতার যতগুণ♦
« on: August 14, 2013, 11:26:20 AM »
♦তেজপাতার যতগুণ♦

তেজপাতা সুগন্ধি মসলা। কাঁচা পাতার রং সবুজ আর শুকনো পাতার রংবাদামি। এটি শুধু মসলা হিসেবেই পরিচিত নয়, এর
অনেক ঔষধি গুণও আছে।

♦ উপকারিতা

♦ পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করেসেই পানি দিয়ে গোসল করলে ত্বকেরঅ্যালার্জ
ি সমস্যা কমবে।

♦ ৭ গ্রাম তেজপাতা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ২ কাপ করে নিন। এরপর ওই পানি দিয়ে গড়গড়া করুন। গলাভাঙা দ্রুত ঠিক হয়ে যাবে।

♦ প্রতিদিন রং চায়ের সঙ্গে তেজপাতা খেলে ত্বকের সতেজতা ঠিক থাকবে।

♦ চোখ ওঠা ও ফোড়া হলে তেজপাতা সিদ্ধ পানি ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া ফোড়ার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।

♦ তেজপাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তেজপাতার গুঁড়া, শসা, মধু, দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন।

♦ যাঁদের সময় কম তাঁরা তেজপাতার গুঁড়া গোলাপজলে মিশিয়েও তা দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।

♦ সাবানের পরিবর্তে তেজপাতা বাটা শরীরে মে করুন। এতে ময়লাপরিষ্কার হবে।

♦ তেজপাতা চূর্ণ দিয়ে দাঁত মাজলেমাড়ির ক্ষত দ্রুত চলে যাবে।