Health Tips > Beauty Tips
Small mask (মুখের পোর ছোট করার মাস্ক)
(1/1)
chhanda:
অতিরিক্ত তেল মুখ থেকে বের হলে আমাদের মুখের পোর(লোম গ্রন্থি) বড় হয়ে যায়। একটু বয়স হলেও মুখের পোর বড় হয়ে যায়। এর জন্য বাইরে থেকে ঘরে আসলে মুখে ২/১ টি বরফ কুচি ঘষে নিলে পোর সাইজ ছোট হয়ে আসে। মুখ থেকে তেল বের হতে পারে না। মুখের পোর ছোট করারও কিছু মাস্ক আছে।
১। ডিমের সাদা অংশ এবং লেবুর জুসের মাস্ক পোর সাইজ ছোট করে।
২। ১ চামচ Apple Cider Vinegar, ১ চামচ মধু মিক্সড করে মুখে লাগিয়ে রাখুন। সপ্তাহে ২ বার এই মাস্ক ব্যবহার করতে পারেন।
৩। এ্যালোভেরা জেল, ১ চামচ মধু মিক্সড করে মুখে লাগিয়ে রাখুন। এতে করে মুখ ফর্সা হবে, পোর-ও ছোট হবে আস্তে আস্তে।
Navigation
[0] Message Index
Go to full version