Health Tips > Beauty Tips
টিপস্ঃ ৫টি ঘরোয়া নিরাময়ঃ
(1/1)
chhanda:
১.হাসতে গিয়েও হাতে পারছেন না? একটু সরিষার তেল এবং লবন মিশিয়ে দাঁতে লাগান, দাঁত হবে ঝকঝকে সাদা আর মজবুত।
→ ২. নিজকে কিছুটা স্বাধীনতা দিন। খালি পায়ে দৌঁড়াতে ভাল লাগে? এটি আপনার পা কে শক্তিশালী এবং সচল করে।
→ ৩. জ্বর হলে বেশি করে পানীয় এবং ফলের রস যেমন- বেদানা বা কমলার রস খান।
→ ৪. খাওয়ায় অরুচি ও ক্ষধা মন্দা হলে ১-৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সাথে লবন এবং কয়েক ফোটা লেবুর রস
মিশিয়ে প্রতিদিন একবার করে ৭-৮ দিন খান।
→ ৫. মধু খাওয়ায় সতর্কতা। নিন্ম লিখিত খাবারের সাথে মধু খাওয়া যাবে না।
→ ক. মধুর সাথে কোন গরম খাবার।
→ খ. সমান মাত্রায় মধু এবং ঘি।
→ গ. মধু ও ঘোল।
→ ঘ. মধু ও খিচুরী।
collected
Navigation
[0] Message Index
Go to full version