Help & Support > Common Forum/Request/Suggestions
alertness
(1/1)
Mohammad Salek Parvez:
I think many of us know the following. so we should remember it & remind it to others :
it is taken from the website of shobujbanglablog.com
লিখেছেন: Muhsin@kabir, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট, ২০১৩ সময়: ৩:২৬ পূর্বাহ্ন
37 বার পঠিত | বিভাগ: ইসলাম ও জীবন
________________________________________
পেপছি / কোকাকোলা নামের রহস্য!!!
হা ভাই আমরা কি মুসলমান ??
আজ কে কি হয়ে গেলে মুসলমানদের ???
পেপছি / কোকাকোলা নামের রহস্য!!!
পেপছি / কোকাকোলা কোম্পানি ইসরাইলের মালিকানাধীন এবং এ
কোম্পানি তার সব আয় ব্যয় করে মুসলিম নিধনের কাজে। কিন্তু
আমরা কি জানি, এ কোকাকোলা লেখার মাঝে কি লুকিয়ে আছে।
কোকাকোলা লগোটি আপনি যদি আয়নাতে ধরেন,
তাহলে আপনি দেখতে পাবেন আসলে ওটা কি লেখা।
আয়নাতে দেখা যাবে আরবিতে লেখা হইয়াছে ‘ লা মুহাম্মদ
লা মক্কা’ [ ﺔﻜﻣﻻﺪﻤﺤﻣﻻ] অর্থাৎ মুহাম্মদ এবং মক্কাকে না বলুন
বা বর্জন করুন!(নাউযুবিল্লাহ) ছবিতে বিশ্লেষণ করে দেখানো হয়েছে।
ছবিটা ভালভাবে দেখলে আপনিও বুঝতে পারবেন বিষয়টা।
লগোটি এমনভাবে প্যাচিয়ে গঠন করা হয়েছে, যারা আরবী বুঝেন
না তাদের বুঝতে কষ্ট হবে।
আসুন পেপছি / কোকাকোলা নামের কোম্পানিকে ধিক্কার জানাই !!
irina:
I even didn't think about that.
Navigation
[0] Message Index
Go to full version