Health Tips > Fruit

Benefits of guava fruit

(1/1)

yousuf miah:
বর্ষাকাল পেয়ার ফলের উৎকৃষ্ট সময়। এসময় আপনি বাজারে নানা রঙের ফলের পাশাপাশি পেয়ারা দেখতে পাবেন। পিয়ার একটি সুস্বাদু ফল। যা আপনার শরীরের নানা রকম রোগ প্রতিরোধে কাজ করে থাকে। আসুন জেনে নেয়া যাক পিয়ারার উপকারিতা:

১. কাঁচা পেয়ারা হৃদ রোগের উপকার।
২. কাঁচা পেয়ারা লবন দিয়ে খেলে কাশের ভাল উপকার হয়।
৩. কাঁচা পেয়ারা রক্ত বর্ধক।
৪. পেয়ারা বাত পিত্ত কফ নাশক।
৫. শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা পেয়ারা অত্যন্ত উপকারী।
৬. হাতে পায়ে জ্বালা দূর করতে কাঁচা পেয়ারা কার্যকরী ভূমিকা রাখে।
৭. পেয়ারা পাতা দাঁতের মাড়ি ব্যথায় উপকারী।
৮. পেয়ারা পাতা সেদ্ধ জল জ্বরের জন্য অত্যন্ত উপকারী।
৯. কাঁচা পেয়ারা আনন্দ দায়ক।
১০. নেশা মুক্তির জন্য কাঁচা পেয়ারার পাতা সেদ্ধ জল যথেষ্ট উপকারী।


Md.Yousuf Miah
Accounts Officer
Daffodil International University

Navigation

[0] Message Index

Go to full version