Outsourcing > Facebook

Be careful

(1/1)

Sultan Mahmud Sujon:
সবাধান সাবধান সাবধান ক্লিক করবেন না!!!
সবাধান সাবধান সাবধান ক্লিক করবেন না!!!
সবাধান সাবধান সাবধান ক্লিক করবেন না!!!

আপনার বন্ধু। গল্প-কবিতা লেখেন। বেশ শিল্প মনা মানুষ তিনি। কিন্তু হঠাৎ দেখলেন সেই বন্ধুই ফেসবুকে শেয়ার করে বসেছেন নগ্ন ভিডিও বা ছবি! আপনি তো অবাক, করলো কি লোকটা? তারপর যোগাযোগ করা হলে বন্ধু জানালো, সে তো কয়েক দিন ধরে ফেসবুকেই বসেনি! তো?

এ ধরনের ঘটনা বা দুর্ঘটনার শিকার আমরা প্রায়ই হচ্ছি। এমন অনেক ছবি বা লিংক আমাদের ফেসবুক পাতায় প্রায়ই চলে আসে, যা আমরা ভুলেও শেয়ার করি না। কিন্তু কারণ কী? এটি কীভাবে সম্ভব হয়? এ বিষয়ে প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনেক অপরিচিত পোস্ট মাঝে মাঝেই ফেসবুকে আমাদের চোখে পড়ে। যা খালি চোখে অনেক সুন্দর বা কাজের জিনিস মনে হয়। আর আমরা তখনই দিয়ে বসি ‘লাইক’! ব্যস, ঘটনা যা ঘটার ঘটে যায় ওখানেই। আমরা জানিনা যে, ওই সব ‘সুন্দর’ পোস্টের আড়ালেই লুকিয়ে থাকতে পারে প্রযুক্তি-দুর্বৃত্তদের ম্যালওয়্যার ভাইরাস। যার মাধ্যমে সৃষ্টি হতে পারে অনাকাঙ্ক্ষিত পোস্ট, ছড়িয়ে পড়তে পারে আমাদের নামে।

nawshin farzana:
nice post

Mishkatul Tamanna:
thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version