IT Help Desk > IT Forum

Record sale the game GTA Five.

(1/1)

Mohammed Abu Faysal:
বাজারে আসার মাত্র তিন দিনের মাথায় ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক পার করল ভিডিও গেইম 'গ্র্যান্ড থেফট অটো'র নতুন সংস্করণ 'জিটিএ ফাইভ'। এর মধ্যে শুধু প্রথম দিনের আয়ই ছিল ৮০ কোটি ডলার। গেইমটির পরিবেশক 'টেক টু ইন্টারেক্টিভ' জানিয়েছে, গেইমে আয়ের দিক থেকে এটি একটি রেকর্ড। এর আগে বাজারে আসা কোনো গেইমই এত অল্প সময়ে 'বিলিয়ন ডলার' বিক্রি করতে পারেনি। গত বছরে বাজারে আসা আরেক জনপ্রিয় গেইম 'কল অব ডিউটি'র 'ব্ল্যাক অপস টু' সংস্করণ প্রথম দিনে আয় করেছিল ৫০ কোটি ডলার। বিলিয়ন ডলার আয় করতে ব্ল্যাক অপস টুর সময় লেগেছিল ১৫ দিন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে তৈরি অ্যাকশনধর্মী গেইমটি আপাতত মাইক্রোসফটের কনসোল 'এক্সবক্স ৩৬০'তে খেলা যাবে।
Ref:--http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=news&pub_no=1372&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=0#.Uj-7on9ad5I

Navigation

[0] Message Index

Go to full version