Faculty of Humanities and Social Science > Law

দেনমোহরঃ নারীর অধিকার; ‘স্ট্যাটাস সিম্বল’ নয় !

<< < (2/2)

Ferdousi Begum:
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের পর স্ত্রী যেই আদালতের এলাকায় বসবাস করেন ওই আদালতে দেনমোহর ও খোরপোষ দাবি করে মামলা দায়ের করতে পারেন। মোজাহেদুল ইসলাম বনাম রওশন আরা (২২ ডি.এল.আর, পৃষ্ঠা-৬৭৭) মামলায় বলা হয়েছে, দেনমোহর কখনই মাফ হয় না। স্বামী যদি মারাও যায় তবে সে স্বামীর সম্পদ হতে দেনমোহর আদায় করা যায়। কেননা ইসলামী আইনে দেনমোহরকে দেনা বলে বিবেচনা করা হয়। দেনমোহরের পরিমাণ যত বেশি হোক না কেন, পক্ষগুলোর মধ্যে স্বীকৃত হলে স্বামী তা সম্পূর্ণরূপে স্ত্রীকে পরিশোধ করতে বাধ্য থাকবে। বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় আদালতগুলো দেনমোহরের দাবিকে স্বীকৃতি দেয়। এমনকি স্বামীর আর্থিক সঙ্গতি না থাকলেও আদালত দেনমোহরানার দায় হতে স্বামীকে মুক্তি দেবে না।

আরেকটি কেস স্টাডিতে দেখা যায়, রুমী নামের একটি মেয়ের বিয়ের দুই দিনের মাথায় স্বামীর সঙ্গে তালাক হয়ে যায়। দেনমোহরের মামলায় কাবিননামায় যে পরিমাণ অর্থ উল্লেখ ছিল সে পরিমাণ অর্থ স্ত্রী দাবি করে ওই স্বামীর বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় স্বামী অর্থাৎ মামলায় যিনি বিবাদিপক্ষ তিনি দাবি তোলেন যে, কাবিননামায় উলি্লখিত অর্থের পরিমাণ ঠিক নয়। বিবাদী পক্ষ ওই মামলার জবাবে দম্পতির সহবাস সংঘটনের আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে দাবি করে সাকুল্য মোহরানার অর্ধেক পরিশোধ করতে রাজি হয়। এ ক্ষেত্রে যদি স্বামী সমুদয় অংশ প্রদান করেন তবে কোনো সমস্যা নেই; কিন্তু সহবাস যদি হয়ে থাকে, তবে স্বামী সমুদয় মোহরানার টাকা পরিশোধ করতে বাধ্য। তবে বলে রাখা উচিত সহবাস হয়েছিল কি না তা প্রমাণের সম্পূর্ণ দায় বাদীপক্ষের অর্থাৎ স্ত্রীর।

দেনমোহর আদায় সংক্রান্ত মামলা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামবাংলার অশিক্ষিতদের মধ্যে সাধারণত হয়ে থাকে। কেননা গ্রামের অল্প শিক্ষিত মানুষের মধ্যে দেনমোহরের পরিমাণ, তাৎপর্য ইত্যাদি সম্পর্কে সচেতনতা নেই বললেই চলে। অসচেতনতা ও অজ্ঞতা তাদের সমস্যার মুখোমুখি করে দেয়। ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধীকরণ আইন থাকা সত্ত্বেও গ্রামপর্যায়ে অশিক্ষিত দরিদ্রদের মধ্যে এখনো বিশালসংখ্যক বিয়ে প্রতিনিয়ত অনিবন্ধিত থেকে যায়। ফলে কাবিননামার অভাবে মামলায় দেনমোহরানার পরিমাণ নিয়ে বিরোধ আরো জটিল আকার ধারণ করে। সুতরাং নারী অধিকার সংরক্ষণের জন্য দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত আইন বিষয়ে সর্বস্তরে ব্যাপক গণসচেতনতা দরকার।

farzanamili:
thanks for information :)

Ferdousi Begum:
Thanks ma'am.

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version