IT Help Desk > IT Forum
অল্টার+কন্ট্রোল+ডেল ভুল ছিল
(1/1)
Zahir_ETE:
Ctrl+Alt+Del মূলত ডিজাইন করা হয়েছিল পিসি রিবুট করার জন্য। এখনও এ কমান্ডটি উইন্ডোজের পুরনো কিছু সংস্করণে ব্যবহৃত হয়। কমান্ডটি প্রথমে আইবিএম এর ম্যানেজার ডেভিড ব্র্যাডলি উদ্ভাবন করেছিলেন। কিন্তু প্রথমদিকে তার প্রক্রিয়াটি একটু জটিল ছিল। পরবর্তীতে তিনি এটি সহজ করে দিয়েছিলেন।সম্প্রতি আইবিএম এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্র্যাডলি জানান, তিনি হয়তো কমান্ডটি উদ্ভাবন করেছিলেন, কিন্তু এটি বিখ্যাত করেছেন গেটস।
গেটস তার বক্তব্যে বলেন, “আমরা এ কাজটি হয়তো একটি মাত্র বাটনের সাহায্যেই করতে পারতাম। কিন্তু আইবিএম-এর যে ব্যক্তি কিবোর্ড ডিজাইন করেছিলেন, তিনি আমাদের তা দিতে চাননি।”
তবে সে অনুষ্ঠানে অংশ নেওয়া একজন জানিয়েছেন, একটি মাত্র বাটনের সিদ্ধান্তটিই বরং ভুল হত।
Navigation
[0] Message Index
Go to full version