IT Help Desk > ICT

স্মার্টফোন চার্জ করবে নেকটার

(1/1)

Zahir_ETE:


প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, পোর্টেবল পাওয়ার সিস্টেম নির্মাতা ‘নেকটার’ তৈরি করেছে তেমনি একটি ডিভাইস।

ডিভাইসটি সঙ্গে থাকলে ভ্রমণকালে ব্যবহারকারীরা স্মার্টফোন ও ক্যামেরার চার্জ ফুরিয়ে গেলে দ্রুত চার্জ করে নিতে পারবেন। এতে দুই সপ্তাহ থেকে একমাস পর্যন্ত ভাবনাহীন থাকা যাবে।

ইউএসবি ২.০ পোর্ট সাপোর্ট করে এমন ডিভাইসে চার্জ দেওয়া যাবে এ গ্যাজেটটির মাধ্যমে। এ জন্য আলাদা ওয়াল প্লাগের প্রয়োজন হবে না কিংবা মোবাইলের কোনো অ্যাপ বন্ধ করে রাখতে হবে না।

এ সম্পর্কে নেকটারের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মওলি রামানি জানান, ডিভাইসটি আপনাকে আত্মনির্ভরশীল করে তুলবে। মাত্র দুকাপ কফির দামে দুই সপ্তাহ সচল রাখা যাবে দরকারি গ্যাজেট।

নেকটার পোর্টেবল পাওয়ার প্ল্যান্টের ভেতর রয়েছে একটি ছোট ‘মাইক্রো-সলিড অক্সাইড ফিউয়েল সেল’। প্রতিষ্ঠানটি একে সিলিকন পাওয়ার সেল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। যার ভেতর বুটেন গ্যাস অন্য একটি তরলের সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে।

ব্যাটারির চেয়ে ১০ গুণ হালকা ও পাঁচগুণ ছোট প্রযুক্তির এ যন্ত্রটির দাম ধরা হয়েছে ১০ ডলার।

Navigation

[0] Message Index

Go to full version