পিঠ ব্যথার কারণ প্রযুক্তিপণ্য!

Author Topic: পিঠ ব্যথার কারণ প্রযুক্তিপণ্য!  (Read 1434 times)

Offline Alamgir240

  • Jr. Member
  • **
  • Posts: 84
  • Test
    • View Profile
অতিরিক্ত প্রযুক্তিপণ্য ব্যবহারে আমাদের পিঠের ব্যথা বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন- এসব পণ্য ব্যবহারকারীকে ‘আই পশচার’ নামে পিঠের ব্যথাজাতীয় এক সমস্যায় পড়তে হচ্ছে। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের। যুক্তরাজ্যের ‘সিম্পলিহেলথ্’ নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ১৮ থেকে ২৪ বছর বয়সী তিন হাজার ব্যক্তির মধ্যে প্রযুক্তি ব্যবহারের প্রভাব নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন। এতে দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণরা বেশি পিঠের ব্যথার সমস্যায় ভুগছেন। গবেষণায় ৮৪ শতাংশ তরুণ তাদের পিঠের ব্যথার সমস্যার কথা জানিয়েছেন। এতে আরও জানা গেছে, প্রতিদিন তরুণরা ৮.৮৩ ঘণ্টা কোনো না কোনো প্রযুক্তি পণ্যের স্ক্রিনের সামনে সময় কাটান। প্রযুক্তিতে অতিরিক্ত সময় ব্যয় করার প্রভাবে পিঠ ব্যথাজনিত সমস্যা হচ্ছে। এজন্য ঝুঁকে বসে কম্পিউটার না চালাতে এবং অতিরিক্ত সময় কোনো পণ্য ব্যবহার থেকে বিরতথাকতে বলেছেন গবেষকরা। - See more at: http://www.jugantor.com/last-page/2013/10/07/33342#sthash.JFVmnaZM.dpuf