IT Help Desk > Internet

GOOGLE SERCH TIPS (SAVE UR TIME SERCHING )

(1/1)

BRE SALAM SONY:


গুগলিং এর ৩টা টিপস/হ্যাক!!!

#টিপস ১

ধরুন আপনি একটা গান খুজছেন।কিন্তু পাচ্ছেন না।ধরুন গানের পুরো নাম দিলেন।কিন্তু সার্চ রেজাল্টে পুরো গানের নাম ভেঙ্গে অন্য কোন বিষয় বুঝাচ্ছে।
যেমন আপনার গানের নাম i will not bow.ঠিক এই কথা লিখে আপনি সার্চ দিলেন।কিন্তু রেজাল্ট পেলেন এরকম

"i...blah blah..wil....blah blah............
...............not......blah blah...blah.........................bow."

ব্যাপারটা কি হল?গুগল আপনার গান পায়নি ঠিক।
কিন্তু আপনার গানের নামে যে শব্দ আছে সেই শব্দগুলো হয়ত কোন ফোরাম বা লেখায় ছিল।
সে সেগুলো খুজে নিয়ে চলে এসেছে!!
মহা বিরক্তিকর!!!

কিন্তু আপনি যদি এভাবে লিখে সার্চ দিতেন "i will not bow" (ইনভারটেড কমা সহ) তাহলে গুগল মোটামুটি বুঝে যেত আপনি কি চাইছেন।
সে তখন আপনার টাইপ করা শব্দ গুলো একসাথে আছে এমন রেজাল্ট দেখাতো।সেক্ষেত্রে আপনি প্রথম পেজ না হলে দ্বিতীয় পেজে খুজেই
আপনার গানটি পেয়ে যেতেন।

#টিপস ২

যাক গানতো পেলেন।কিন্তু মনের মত ফরম্যাটে পেলেন না।মানে?
আপনি হয়ত চেয়েছেন mp3 ফরম্যাটে কিন্তু পেলেন aac কিংবা wma ফরম্যাটে।কিংবা খুজেছেন অডিও কিন্তু পেয়েছেন ভিডিও।কিংবা এনে হাজির করেছে গানের কথা কিন্তু গান নয়।
ধুর!!mp3 পাব কই?
হ্যা সেই উপায়ও আছে।

তখন আপনাকে একটু এদিক ওদিক করে লিখতে হবে।ধরুন আপনি aac ফরম্যাটের রেজাল্ট বাদ দিতে চাইছেন।

তাহলে লিখুন এভাবে "i will not bow" -আপনি যা বাদ দিতে চাচ্ছেন তা

যেমন আপনি চাচ্ছেন wma বাদ দিতে

তাহলে লিখতে হবে "i will not bow" -wma কিংবা "i will not bow" -avi

#টিপস ৩

গানও পেলেন ফরম্যাটও পেলেন।কিন্তু পেলেন না মনের মত সাইট থেকে ডাউনলোডের সুবিধা।
আপনার পছন্দ মিডিয়াফায়ার।কিন্তু বজ্জাত গুগল যা লিঙ্ক পেয়েছে সব র‍্যাপিডশেয়ার না হয় মেগাআপলোড না হয় ডিপোজিট ফাইল।

ধেৎ ডাউনলোডই করব না!!
আরে ভাই রাগ করেন কেন!যত সমস্যা তত সমাধান!!

আপনি যদি এভাবে লিখেন তাহলে গুগল আপনার দেয়া সাইটের বাইরে খুজবে না।

"i will not bow" site:mediafire.com

ব্যস mediafire.com এ যে কয়টা ফরম্যাটে এই গান আছে সব এনে আপনার সামনে এনে হাজির করবে গুগল!!

চাইলে এখানেও ফিল্টার করতে পারবেন avi বা wmv বা aac বাদ দিতে চাইছেন

তাহলে লিখুন এভাবে

"i will not bow" -avi site:mediafire.com



তাহলে হ্যাপি সার্চিং!!

BRE SALAM SONY:


আপনার ওয়েবসাইটে হয়তো অনেক প্রয়োজনীয় কন্টেন্ট আছে। হয়তো আপনার রিসিউমে / বায়োডাটা আপনার ওয়েবসাইটে আছে যেটি আপনি আপনার চাকরীদাতাকে দিয়েছিলেন দেখার জন্য। অথচ আপনার চাকরীদাতা আপনার দেয়া ঠিকানায় গিয়ে যদি দেখেন ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না? অর্থাৎ সার্ভার ডাউন, তখন?

এমন হলে তো আপনার চাকরী ছুটে যেতে পারে, তাই না? তাই আপনার ওয়েবহোস্ট / ওয়েবসাইট সবসময় UP থাকে কিনা তা সম্পর্কে জানা জরুরী। যদি এমন হয় যে ওয়েবসাইট প্রায়ই ডাউন থাকে তখন ওয়েবহোস্ট পরিবর্তন করতে পারেন। ওয়েবহোস্ট পরিবর্তন করার সময় এসেছে কিনা সেটি জানার জন্য আপনার সাইট কতটকু সময় আপ থাকে অর্থাৎ আপটাইম নির্ণয় প্রয়োজন। এই আপটাইম নির্ণয় করতে একটি চমৎকার ওয়েবসাইট আছে:

http://www.uptimerobot.com

এখানে রেজিস্টার করলে আপনি এক এ্যাকাউন্টে সর্বোচ্চ ৫০টি ওয়েবসাইট মনিটর করতে পারবেন। কোনো সাইট সেখানে add করলে ৫ মিনিট অন্তর অন্তর সাইটটি চলছে কিনা তা চেক করবে। এবং যদি ডাউন থাকে তখন আপনাকে ইমেইল করে জানাবে। তখন আপনি আপনার হোস্ট পরিবর্তন করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারবেন। 8-)

Navigation

[0] Message Index

Go to full version