Religion & Belief (Alor Pothay) > Hadith

জুম্মার দিনে কুরবানী করার সমান সওয়াব অর্জিত হয়।

(1/1)

ehsan217:
জুম্মার
দিনে আগে ভাগে মসজিদে গেলে দান-খয়রাত
বা পশু কুরবানী করার সমতুল্য সওয়াব
পাওয়া যায়। আবু হুরায়রা (রাঃ) বর্ণিত এক
হাদীসে রাসুল (সাঃ) বলেছেন,
“যে ব্যাক্তি জু’আর দিন ফরজ গোসলের মত
গোসল করে প্রথম দিকে মসজিদে হাজির হয়,
সে যেন একটি উট কুরবানী করল, দ্বিতীয়
সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ
করে সে যেন একটি গরু কুরবানী করল, তৃতীয়
সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ করল
সে যেন একটি ছাগল কুরবানী করল। অতঃপর
চতুর্থ সময়ে যে ব্যাক্তি মসজিদে গেল সে যেন
একটি মুরগী কুরবানী করল। আর পঞ্চম
সময়ে যে ব্যাক্তি মসজিদে প্রবেশ করল
সে যেন একটি ডিম কুরবানী করল। অতঃপর
ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন
খুৎবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ
করে খুৎবা শুনতে বসে যায়।” (বুখারীঃ ৮৮১,
ইফা ৮৩৭, আধুনিক ৮৩০)

Navigation

[0] Message Index

Go to full version