Religion & Belief (Alor Pothay) > Various Sura & Dua
দরুদে ইব্রাহীম
(1/1)
ehsan217:
আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিউ
অ আলা আলি মুহাম্মাদিন
কামা সল্লাইতা আলা ইব্রাহীমা অ
আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম্মাজীদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ অ
আলা আলি মুহাম্মাদিন
কামা বারকতা আলা ইব্রাহীমা অ
আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম্মাজীদ।
অর্থঃ হে আল্লাহ শান্তি বর্ষণ কর মুহাম্মদ
সা. এর উপর এবং মুহাম্মদ সা. এর পরিবার
বর্গের উপর । যেমনি ভাবে শান্তি বর্ষণ করেছ
ইব্রাহীম আ. এর উপর এবং ইব্রাহীম আ. এর
পরিবার বর্গের উপর। নিশ্চই তুমি প্রশংসিত ও
হে আল্লাহ বরকত দান কর মুহাম্মদ সা. এর
উপর এবং মুহাম্মদ সা. এর পরিবার পরিজনের
উপর। যেমনি বরকত দান করেছ ইব্রাহীম আ.
এর উপর এবং ইব্রাহীম আ. এর পরিবার
পরিজনের উপর। নিশ্চই তুমি প্রশংসিত।
Navigation
[0] Message Index
Go to full version