Health Tips > Headache
মাথা ব্যথা নিরাময়ের শরবত !
(1/1)
tasnuva:
প্রণালী:
৩ টি নিম পাতা,
১ গ্লাস বিশুদ্ধ পানি,
অর্ধেকটা লেবু,
অর্ধেকটা শশা।
বেলেন্ডারে ব্লেন্ড করুন, দিনে ২-৩ বার খাবেন, যতক্ষণ না পর্যন্ত ব্যথা না সারে।
নানা কারণে ব্যথা হতে পারে। তীব্রতা বুঝে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
nadimhaider:
thank u, shall try
Navigation
[0] Message Index
Go to full version