Science & Information Technology > Latest Technology
বড় প্রতিষ্ঠান কেনা উচিত অ্যাপলের!
(1/1)
maruppharm:
অ্যাপলের সাবেক চেয়ারম্যান জন স্কালি বলেছেন, অ্যাপলের উচিত তার বিপুল পরিমাণ জমানো অর্থ দিয়ে বড় প্রতিষ্ঠান কিনে নেওয়া। তিনি বলেন, অ্যাপল যদি সত্যি সত্যি ইবের মতো বড় প্রতিষ্ঠান কিনে নেয়, তাহলে ই-কমার্সের গোটা চিত্রটা পাল্টে যেত। স্কালি বলেন, ব্যবসাজগতে অ্যাপলের কর্মকাণ্ড সত্যিই অনন্য। এটি যা উৎপাদন করে তা-ই অন্যন্য। তিনি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে দেওয়া মার্কিন বিনিয়োগকারী কার্ল আইকানের প্রস্তাবকে অগ্রাহ্য করার পরামর্শ দেন। জন স্কালি ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অ্যাপলের প্রধান নির্বাহী ছিলেন। তাঁর মেয়াদকালে তিনি অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেন। পরে স্কালি তাঁর ওই সিদ্ধান্ত সম্পর্কে বলেন, ‘স্টিভ জবসের দূরদৃষ্টি সম্পর্কে আমার কোনো ধারণা না থাকায় আমি ওই রকম একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। জবস চেয়েছিলেন ম্যাকিনটোশ কম্পিউটারের দাম কমাতে। কিন্তু আমি সেটা চাইনি।’
ঐতিহ্যগতভাবে অ্যাপল কখনো বড় কোনো প্রতিষ্ঠান কেনে না। ছোট ছোট প্রযুক্তিপ্রতিষ্ঠান কিনে সেগুলোর ব্যবসা থেকে আয় করে। ২০১০ সালে সিরি নামে একটি প্রতিষ্ঠান কিনে তা আইফোন ও আইপ্যাডে ইনটিগ্রেটেড পারসোনাল অ্যাসিস্ট্যান্ট সংযোজনের কাজে লাগায়। —বিবিসি
Navigation
[0] Message Index
Go to full version