Educational > You need to know

২ মিনিটে তৈরি করুন ইঁদুর মারার কার্যকরী বিষ!

(1/1)

Farhana Israt Jahan:
২ মিনিটে তৈরি করুন ইঁদুর মারার কার্যকরী বিষ!

ইঁদুরের উপদ্রব অনেক বাড়িতে বা অফিসেই আছে। সেই সাথে গুদাম, দোকান ইত্যাদি নানা স্থানেও এদের উপদ্রব ঠেকানো মুশকিল। অনেকেই বিষ প্রয়োগ করতে ভয় পান, বিশেষ করে যাদের বাড়িতে ছোট শিশু আছে। আবার বিষ প্রয়োগ করেও বিশেষ লাভ হয় না। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই বিষ গুলো ইঁদুর মারার জন্য কার্যকরী প্রমাণিত হয় না (ইঁদুর মারার বিষেও ভেজাল!!)।

এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি করে নিন এমন একটি বিষ যা মানুষের জন্য বিষাক্ত নয়, কিন্তু ইঁদুরের জন্য একই সাথে সুস্বাদু ও প্রাণঘাতী। তৈরি করতে লাগবে খুব সামান্য কয়েকটি উপাদান যা আপনার রান্নাঘরেই মজুদ আছে। আসুন জেনে নেই বিষ তৈরি ও তার ব্যবহার প্রণালী।

উপকরণ-
ময়দা/আটা- ১/২ কাপ
চিনি- ১/২ কাপ
বেকিং পাউডার- ১/২ কাপ

প্রণালী-
ময়দা, চিনি ও বেকিং পাউডার এক সাথে মিশিয়ে নিন।

ভাবছেন আর কি করবেন? আর কিচ্ছু করতে হবে না। আর কিছু করতে হবে না, তৈরি আপনার ইঁদুর মারার বিষ। যদি গুঁড়ো অবস্থায় এই বিষ প্রয়োগ করতে না চান, তাহলে সামান্য মধু মিশিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিন। মধু ইঁদুরকে আরও বেশি আকর্ষণ করবে। তবে পানি দিবেন না যেন। কেননা পানির সংস্পর্শে বেকিং পাউডার কাজ করা শুরু করে দিবে ও ইঁদুর খাওয়ার পর প্রয়োজনীয় ফল দিবে না। একটু ঝামেলার মনে হলেও গুঁড়ো অবস্থাতেই প্রয়োগ করা সবচাইতে ভালো।
ব্যবহার প্রণালী-

এই ছোট বল গুলো ইঁদুরের উপদ্রব বেশি এমন স্থান গুলোতে রেখে দিন। ছোট থেকে বড়, সব প্রকারের ইঁদুর এই বিষে ধরাশায়ী হতে বাধ্য। বেকিং পাউডার ইঁদুরের পাকস্থলী হজম করতে পারে না। পাকস্থলীর এসিডের সাথে মিশে বেকিং পাউডার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ইঁদুর এই গ্যাস নির্গত করতে পারে না আর এতেই সে মারা যায়।

সাধারণত একবার খেলেই ইঁদুরের মৃত্যু সুনিশ্চিত। তবুও সকল ইঁদুর হতে মুক্তি পেতে পর পর ৩ দিন প্রয়োগ করুন।

ইঁদুরের বংশ, বেকিং পাউডার দিয়ে করুন ধ্বংস!

- www.priyo.com

Navigation

[0] Message Index

Go to full version