Faculties and Departments > Life Science
Neolamarckia cadamba (কদম)
(1/1)
Asif.Hossain:
কদম
সংস্কৃত : কদম্ব, নীপ।
বৈজ্ঞানিক নাম : Neolamarckia cadamba।
Rubiaceae গোত্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ বৃক্ষ। এর উচ্চতা ৪০-৫০ ফুট। এর বাকল পাতলা এবং ধূসর বর্ণের। বাকল ফাটা ফাটা দেখায়। এর কাঠের রঙ সাদা এবং কাঠিন্যের বিচারে নরম। দেয়াশলাই তৈরিতে এই গাছের কাঠ ব্যবহার করা হয়।
এর পাতা ৫-৯ ইঞ্চি লম্বা হয়। পত্রফলক চামড়ার মতো এবং পত্রফলকের উপরিভাগ চকচকে এবং নিম্নভাগ নরম ও লোমযুক্ত।
এর ফুল গোলাকার। এই ফুলের ভিতরের ভাগে গোলাকার অংশের উপরে হলুদ বর্ণের ফানেলের মতো পাপড়ির আবরণ থাকে। এই ফানেলের উপরিভাগে থাকে সাদা বর্ণের পরাগদণ্ড। রাত্রিকালে এই ফুল সুগন্ধ ছড়ায়। প্রতিটি ফুলের সাথে প্রায় দেড় ইঞ্চি বোঁটা থাকে। বাংলাদেশে বর্ষাকালে এই ফুল প্রচুর জন্মে। এর ফল লেবুর মতো হয়। এতে শাঁস থাকে। এর বীজ অতিশয় ক্ষুদ্র।
সূত্র :
ভারতীয় বনৌষধি (দ্বিতীয় খণ্ড)। কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২।
বাংলা বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর ১৯৭৫।
Navigation
[0] Message Index
Go to full version