Bangladesh > Positive Bangladesh

চট্টগ্রামে বিশেষায়িত শিল্পাঞ্চলে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স

(1/1)

maruppharm:
সোমবার বিকালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান তিনি।

ত্রাঁকিয়ে বলেন, চট্টগ্রামে প্রস্তাবিত বিশেষায়িত শিল্পাঞ্চলে ফ্রান্স বিনিয়োগে আগ্রহী।

তিনি বলেন, “জাহাজ ভাঙ্গা থেকে পর্যায়ক্রমে জাহাজ নির্মাণকারী জাতিতে উন্নিত হওয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ।”

এবিষয়ে চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারার গহিরায় সরকার প্রস্তাবিত দুটি শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি রাষ্ট্রদূত।
নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং ইকো ট্যুরিজমে দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ফরাসি সরকারের সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।

চেম্বার সভাপিত মাহবুবুল আলম বলেন, পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত রিং রোড ও বাস্তবায়নাধীন ফ্লাইওভার নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে চট্টগ্রাম শিল্পায়নের জন্য আদর্শ স্থানে পরিণত হবে।

চট্টগ্রাম অলিয়ঁস ফ্রঁসেজের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে চেম্বার সভাপতি।

সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, দুই পরিচালক মাহফুজুল হক শাহ ও অহীদ সিরাজ চৌধুরী, ফ্রান্স দূতাবাসের কালচারাল এটাশে আরনল্ড লুইজিউ, অলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল জেগার ও ড. গুরুপদ চক্রবর্তী।

http://bangla.bdnews24.com/business/article688115.bdnews

mustafiz:
That's a good news for us.

Navigation

[0] Message Index

Go to full version