IT Help Desk > IT Forum

গুগল ক্রোমে প্যারেন্টাল কন্ট্রোল

(1/1)

shahalam1984:
গুগল ক্রোমে প্যারেন্টাল কন্ট্রোল

ক্ষতিকর ওয়েবসাইট থেকে শিশুদের দূরে রাখতে ইন্টারনেট জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের মাধ্যমে এখন থেকে তাদের ব্যবহৃত অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা।

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার এমনই এক প্রযুক্তি আবিষ্কার করেছে যাতে ‘সুপারভাইসড ইউজার’ নামের প্রযুক্তিতে পরিচিতদের প্রোফাইল পর্যবেক্ষণের সুবিধা রয়েছে।

নতুন ওই প্রযক্তি ব্যবহারে নিয়ন্ত্রণকারী যে কোনো সময় সুপারভাইসড ইউজারের ব্রাউজিং ইতিহাস থেকে, নির্দিষ্ট সাইট বন্ধ এবং যে কোনো রিকোয়েস্ট অনুমোদনও করতে পারবে।

ওই সুবিধা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে নতুন প্রযুক্তিটি ব্রাউজার ব্যবহারকারীদের জন্য ব্যবহৃত হবে, যেখানে ম্যানেজার বা অভিভাবক অনুপযোগী সাইটগুলো বন্ধ করে দিতে পারবেন।


Source: http://bangla.bdnews24.com/tech/article690423.bdnews

ariful892:
Its really good innovative idea by google. Always we will use google chrome in proper way.

shahalam1984:
Google is always best. And they dont stop creating innovative idea and they also follow up for bugs in their soft...... i think google will be always best...... :)

Navigation

[0] Message Index

Go to full version