Science & Information Technology > Internet Technology

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট মোবাইল ফোনেই বেশি ব্যবহূত হয়

(1/1)

ariful892:
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো কম্পিউটারের চেয়ে মোবাইল ফোন থেকেই বেশি ব্যবহূত হয়। সম্প্রতি এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। জরিপ পরিচালনাকারী ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী ছবিসংক্রান্ত কাজের প্রায় ৯২ শতাংশই হয় মোবাইল ফোন থেকে।

জরিপের তথ্য অনুযায়ী, ছবির বিভিন্ন কাজ কম্পিউটার থেকে মাত্র ৮ শতাংশ করা হয়। শুধু মোবাইল ফোনেই মানচিত্রের কাজ ৮৬ শতাংশ, গেমস ৭৮ শতাংশ, আবহাওয়ার খবর ৬৯ শতাংশ, সামাজিক যোগাযোগের কাজ ৬৫ শতাংশ, খুচরা বিক্রির কাজ ৪৬ শতাংশ, বিনোদন সংবাদ ৪০ শতাংশ, ব্যবসার খবর ৩৯ শতাংশ, সংবাদ ৩৮ শতাংশ, স্বাস্থ্যতথ্য ৩৫ শতাংশ, পোর্টাল দেখার ২৫ শতাংশই দেখা হয়। খবর, ব্যবসায়িক কাজ, স্বাস্থ্যতথ্যের মতো কাজগুলো এখনো মোবাইল ফোনের চেয়ে কম্পিউটার থেকেই বেশি ব্যবহার করেন ব্যবহারকারীরা।

জরিপের এমন ফলাফল আশা জাগিয়েছে শুধু মোবাইল ফোন নিয়ে ভাবছে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে। বিশেষ করে কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মোবাইল ফোন ব্যবহারকারীদের দিকেই বেশি নজর দিচ্ছে। মোবাইল ফোনে কীভাবে এসব সেবা ব্যবহারের ক্ষেত্রে আরও উন্নত সেবা পাওয়া যায়, সেসব বিষয়েও ভাবছে শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।


উৎসঃ http://www.prothom-alo.com/technology/article/59581/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2_%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87_%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF_%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%82%E0%A6%A4_%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC

শউরচে

Navigation

[0] Message Index

Go to full version