Entertainment & Discussions > Jokes
Interview Joke
Naznin.Tania:
ইন্টারভিউ দেওয়ার সহজ তরিকা
চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব—
প্র.: কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না—কীভাবে করবেন এটা?
উ.: কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই!
প্র.: একটা দেয়াল বানাতে আটজন মানুষের যদি ১০ ঘণ্টা লাগে, চারজন মানুষের কত সময় লাগবে?
উ.: কোনো সময়ই লাগবে না, কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে!
প্র.: আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?
উ.: বিশাল বড় হাত।
প্র.: এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে তুলবেন?
উ.: এক হাতের আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না!
প্র.: একজন মানুষ কী করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারে?
উ.: কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে!
প্র.: নীল সাগরে যদি একটা লাল পাথর ছুড়ে মারেন, কী হবে?
উ.: যা হওয়ার তা-ই, পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ করে।
প্র.: কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো?
উ.: আপেলের বাকি অর্ধেকটি।
প্র.: ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?
উ.: ডিনার।
প্র.: বে অব বেঙ্গল কোন স্টেটে অবস্থিত?
উ.: লিকুইড।
পয়লা ধাক্কায় বেশ ভালোভাবেই উতরে গেল তরুণ। শুরু হলো দ্বিতীয় পর্ব। প্রশ্নকর্তা বললেন, ‘আপনাকে আমি ১০টি পানির মতো সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা প্রশ্ন করব লোহার মতো কঠিন। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশন বেছে নেবেন আপনি।’ তরুণ কিছুক্ষণ ভাবনার চৌবাচ্চায় সাঁতার কাটল। তারপর বলল, ‘কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।’ প্রশ্নকর্তা হেসে বললেন, ‘ভালো, শুভকামনা আপনার জন্য। আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন। এবার বলুন, কোনটা প্রথমে আসে—দিন না রাত?’
তরুণের বুকে ঢাকের বাড়ি। কালঘাম ছুটে যাচ্ছে তার। এই প্রশ্নের উত্তরেই ঝুলে আছে তার চাকরিটা। এবার ভাবনার সাগরে ডুব দিল সে। উত্তরে বলল, ‘দিন প্রথমে আসে, স্যার!’
‘কীভাবে?’ প্রশ্নকর্তার প্রশ্ন।
‘দুঃখিত, স্যার, আপনি ওয়াদা করেছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে!’
চাকরি পাকা হয়ে গেল তরুণের!
- See more at: http://www.ebanglajokes.com/6149#more-6149
ariful892:
Genius candidate. By the way well post... :)
Naznin.Tania:
চরম ইন্টারভিউ
প্রশ্নকর্তা: একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী: এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তা: আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
প্রার্থী: ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা: একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
প্রার্থী: ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা: বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থী: হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তা: এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থী: কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তা: শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী: উমম…আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা: না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল, আপনি এখন আসতে পারেন…।
http://www.ebanglajokes.com/6410
Naznin.Tania:
মেন্টালি পাঙ্কচারড
অফিসার: আপনার নাম?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: ঠিক ভাবে বলুন
চাকুরী প্রার্থী: মোতালেব প্রধান স্যার
অফিসার: পিতার নাম?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: এর মানে কি?
চাকুরী প্রার্থী: মোতাওয়াল্লী প্রধান স্যার
অফিসার: বাসা কোথায়
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: মনিপুরি পাড়া?
চাকুরী প্রার্থী: মিরপুর স্যার
অফিসার: আপনার শিক্ষাগত যোগ্যতা?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: (রাগত) এর মানে কি?
চাকুরী প্রার্থী: মেট্রিক পাশ স্যার
অফিসার: ক্যান আপনার চাকুরি দরকার?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: মানে কি?
চাকুরী প্রার্থী: মানি প্রবলেম স্যার
অফিসার: আপনার পারসোনালিটি সম্পর্কে কিছু বলুন
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: এক্সপ্লেইন প্লিজ
চাকুরী প্রার্থী: Magnanimous Personality স্যার
অফিসার: ওকেইজ.. আপনি এখন আসতে আরেন।
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: এইকথাটার মানে কি?
চাকুরী প্রার্থী: মাই পারফরমেন্স?
অফিসার: এম.পি !!!
চাকুরী প্রার্থী: সরি….
অফিসার: Mentally Punctured…!
http://www.ebanglajokes.com/663#more-663
Kanij Nahar Deepa:
:D funny
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version