Educational > You need to know
Education System in Future
(1/1)
ariful892:
বিভিন্ন উদ্ভাবনের ফলে বিদ্যালয়ভিত্তিক শিক্ষাব্যবস্থায় আগামী কয়েক দশকে পরিবর্তন আসতে পারে।
গতিবিধি ধারণ
চোখের গতিবিধি নজরে রাখবে এবং শিক্ষার্থীর মনোযোগের মাত্রার সঙ্গে মিল রেখে পাঠের গতির সমন্বয় করবে।
ডিজিটাল কলম
কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে এবং আসল সময়ে লিখিত তথ্য মনে রাখবে।
সার্বক্ষণিক তথ্য-যোগাযোগ
বিদ্যালয়ের বাইরে কোথাও ভ্রমণরত শিক্ষার্থীরা প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে আদান-প্রদান করতে পারবে।
ভার্চুয়াল বাস্তবতা
ছাত্রছাত্রীরা বাস্তব জগতে যা কিছু দেখে ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তার একটি ভার্চুয়াল স্তর তৈরি হবে।
শিক্ষক
হয়তো তখনো শ্রেণীকক্ষে নেতৃত্ব দেবেন শিক্ষক। কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন ভার্চুয়াল যন্ত্রপাতি বা উপকরণের সাহায্যেও শিখতে পারবে।
বিশেষ স্পর্শানুভূতিসম্পন্ন ডেস্কে লেখা দৃশ্যমান হবে।
সূত্র: এএফপি।
Navigation
[0] Message Index
Go to full version