Educational > You need to know

Why the fear of snakes?

(1/1)

ariful892:
কোনো স্থানে সাপ থাকলে মানুষ তা দ্রুত টের পেয়ে যায় এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে তার মনে ভীতি তৈরি হয়। একই রকম প্রবণতা দেখা যায় বানর ও বনমানুষের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, জন্মগতভাবেই মানুষসহ এসব প্রাণীর মস্তিষ্কের কিছু নির্দিষ্ট কোষ থাকে, যেগুলো দ্রুত সাপ শনাক্ত করে এ ধরনের ভীতি তৈরি করে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ ব্যাপারে নতুন প্রমাণ উপস্থাপন করা হয়েছে। গবেষকেরা জাপানের একটি খামারের কয়েকটি বানর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান, যেগুলো কখনোই সাপের সংস্পর্শে আসেনি। কিন্তু সাপ দেখামাত্র বানরগুলোর মস্তিষ্কের শ খানেক স্নায়ুকোষ (নিউরন) উত্তেজিত হয়। মানুষের ক্ষেত্রেও একই ধরনের প্রতিক্রিয়া হতে পারে।

এএফপি।

Navigation

[0] Message Index

Go to full version