IT Help Desk > ICT

Robot will teach children Programming

(1/1)

ariful892:
পাঁচ বছরের নিচের শিশুদের প্রোগ্রামিং শেখাতে রোবট ব্যবহারের পরিকল্পনা করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান প্লে-আই। এতে করে আগের দিনের গেইমিং প্রতিষ্ঠানের পরিবর্তে বাড়িতে বসেই প্রোগ্রামিং শিখতে পারবে শিশুরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ছোটদের জন্য রোবট নির্মাতা প্রতিষ্ঠান প্লে-আই সোমবার বো এবং ইয়ানা নামে দুটি নতুন রোবট নির্মাণ প্রকল্পে অর্থসংগ্রহ অভিযান শুরু করেছে।

রোবটের মাধ্যমে আইপ্যাড অ্যাপ্লিকেশন খেলার মতোই পাঁচ বছরের কমবয়সীরা রোবটের সঙ্গে খেলতে খেলতে প্রোগ্রামিং শিখতে পারবে।

প্লে-আইয়ের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশ গুপ্ত জানিয়েছেন, মোটর এবং ভাষাগত দক্ষতার অভাব থাকায় বাচ্চারা কিবোর্ড বা টাইপিং ব্যবহারে তেমন পারদর্শী নয়। কিন্তু আইপ্যাডের সঙ্গে তারা কমবেশি পরিচিত।

বাচ্চাদের কীভাবে প্রোগ্রাম শেখানো যাবে, এই প্রশ্নের উত্তরে গুপ্ত ম্যাশএবলকে জানান, প্রোগ্রামগুলো নির্দেশনার মাধ্যমে কাজ করবে। যেমন বো রোবটটি ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ কবিতাটি বাজাতে পারবে। এর নিচে চাকা লাগানো থাকায় খেলাঘর থেকে এটিকে মায়ের ঘরে পাঠিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে।

ইয়ানার মুল্য ৪৯ এবং বোয়ের দাম ১৪৯ ডলারের নিচে হবে না বলেই ধারণা দিয়েছে কোম্পানিটি।

mhasan:
Thanks for your good post.

Navigation

[0] Message Index

Go to full version