Entertainment & Discussions > Cricket

সাকিবকে টপকে গেলেন তামিম

(1/1)

maruppharm:
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিয়ে দুই বন্ধুর লড়াই চলে আসছে বেশ কিছুদিন ধরেই। সাকিব আল হাসান আর তামিম ইকবাল গা ঘেঁষাঘেঁষি করেই এগোচ্ছিলেন। সাকিবের অসুস্থতাজনতি অনুপস্থিতি তামিমকে সুযোগ করে দিয়েছিল এগিয়ে যাওয়ার। এ ম্যাচের আগে সাকিবের চেয়ে ৪৪ রান পেছনে ছিলেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ রানে অপরাজিত তামিম টপকে গেছেন সাকিবকে। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিমই।

১২৯ ওয়ানডেতে তিন হাজার ৬৮৮ রান করেছেন সাকিব। ১২৪তম ওয়ানডেতে এসে তামিমের রান এখন পর্যন্ত তিন হাজার ৬৯৩।   ২৫টি ফিফটি ছিল সাকিবের। এটিও তামিমের ২৫তম ফিফটি। যদি সেঞ্চুরি পর্যন্ত এগোতে পারেন, তখনো সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়ে ফেলবেন তামিম। এটি হবে তাঁর পঞ্চম সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির মালিক সাকিবই।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে তিন হাজার রান আর আছে মোহাম্মদ আশরাফুলের (৩৪৬৮)। —মুশফিকুর রহিম (২৪১৭), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার (২১৬৮)।

Navigation

[0] Message Index

Go to full version