Religion & Belief (Alor Pothay) > Hadith

Know about Islam & Hadith

<< < (4/5) > >>

ariful892:
*রাসুলে করিম (সা) বলেছেন, কোন মানুষের সুনাম নষ্ট করা, কাহাকেও অভিশাপ দেওয়া, কাহাকেও গালি দেওয়া এবং অযথা কথা বলা কোন মুসলমানের উচিত নহে। (মিশকাত)

*নবী মুহাম্মদ (সা) বলেন, আমাদের এই ধর্মে যাহা নাই, এরুপ কোন নতুন বিষয় যদি কেহ প্রবর্তন করে, তবে নিশ্চয়ই সে অভিশপ্ত। (বুখারী, মুসলিম)

*মহানবী (সা) বলেছেন, কোন মুসলমানের উপর দু:খকষ্ট, শোকতাপ ও যন্ত্রনা উপস্হিত হইলে এমন কি সামান্য কাঁটা বিদ্ধ হইলেও আল্লাহ তাআলা তদ্বারা তাহার কিছু গুনাহ মার্জনা করিয়া দেন। (বুখারী, মুসলিম)

*রাসুলে করিম (সা) বলেছেন, যে ইসলাম ত্যাগ করে তাহাকে মৃত্যুদন্ড দাও। (বুখারী)

*মহানবী (সা) বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির মৃত্যু যেস্হানে হওয়া নির্ধারিত করিয়াছেন সেই ব্যক্তিকে সেই স্হানের প্রতি আকৃষ্ট করেন। (আহমাদ, তিরমিযী)

ariful892:
*নবী মুহাম্মদ (সা) বলেন, যে ব্যক্তি আযানের পর বিনা প্রয়োজনে মসজিদ হইতে বাহির হইয়া যায় এবং পূনরায় প্রত্যাবর্তনের ইচ্ছা না রাখে সে মুনাফিক। (ইবনে মাজাহ, মিশকাত)

*মহানবী (সা) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করে পরকালে আল্লাহ তাহার জন্য দোযখ হারাম করিয়া দিবেন। (বুখারী)

*নবী মুহাম্মদ (সা) বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে, তাহার বিপদের সময় আল্লাহর নিকট মুনাজাত করুক। কিন্তু সে যেন তাহার সুখের সময় অধিক পরিমানে মুনাজাত করে। (তিরমিজী)

*মহানবী (সা) বলেছেন, তিনটি কারনে আরবীকে ভালবাসিবে। এক আমি আরবী। দুই -আল-কুরআন আরবী এবং তিন – বেহেশতবাসীদের ভাষা আরবী। (বায়হাকী, মিশকাত)

ariful892:
*নবী মুহাম্মদ (সা) বলেন, যে আল্লাহকে ভয় করে, তাহার নিকট ধন-দৌলত অপেক্ষা স্বাস্হ্যই অধিক মূল্যবান। (মিশকাত)

*রাসুলে করিম (সা) বলেছেন, তোমাদের কেহ যেন গোসলখানায় প্রস্রাব করিয়া তলায় গোসল বা অযু না করে। কারন, অধিকাংশ অসৎ প্রবৃত্তি উহা হইতেই উৎপন্ন হয়। (আবু দাউদ, তিরমিজী)

*মহানবী (সা) বলেছেন, কুদৃষ্টি ও সর্পদংশন ব্যতিত অন্য কোন ব্যাধিতে ঝাঁড়ফুক নাই। (তিরমিজী, আবু দাউদ)

*রাসুলে করিম (সা) বলেছেন, প্রতিটি লোম নাপাক হয়। কাজেই সব কয়টি লোম বিধৌত করিয়া এবং চামড়া মাজিয়া গোসল কর। (তিরমিজী, আবু দাউদ, ইবনে মাজাহ)

*মহানবী (সা) বলেছেন, যাহারা অন্ধকারে হাঁটিয়া মসজিদে গমন করে, কিয়ামতের দিন তাহাদের জন্য পূর্ন আলোর সুসংবাদ প্রদান কর। (তিরমিজী, আবু দাউদ)

Kanij Nahar Deepa:
Thanks for sharing ..

ariful892:
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা (রা) এর গোনাহ মাফের জন্য দোয়া করলেন। হযরত আয়েশা (রা) তা শুনতে পেয়ে আনন্দের আতিশয্যে হর্ষোতফুল্লচিত্তে হুজুর (সা) এর ক্রোড়ে মাথা ঝুঁকিয়ে দিলেন। হুজুর (সা) বললেন- আমার দোয়া কি তোমাকে আনন্দিত করল? তিনি জবাব দিলেন, আপনার দো'আ আবার আমাকে আনন্দ দিবে না কীভাবে? হুজুর (সা) তখন আল্লাহর কসম খেয়ে বললেনঃ আমার সমস্ত উম্মতের জন্য প্রতি নামাযেই এই দো'আ করে থাকি।

{ মাজমা- ৯/২৪৪}

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version